বিশৃঙ্খল অবস্থা দূর হতে না দেখলেও শান্ত থাকুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনি কীভাবে বিষয়গুলি মোকাবেলা করেন তা আপনার সম্পর্কে অনেক কিছু বলে। রাতারাতি বিশৃঙ্খল অবস্থা দূর হবার সম্ভাবনা না দেখলে শান্ত থাকুন। এটি তখনই আসে যখন আপনি সর্বশক্তিমানের প্রতি পূর্ণ ভরসা রাখেন। অতিরিক্ত চিন্তাভাবনা করা এবং অতিরিক্ত প্রতিক্রিয়াপূর্ণ আচরণের পরিবর্তে, আপনি এসব বিষয়ে সর্বোত্তম চেষ্টা চালানোর পরে সর্বশক্তিমানের দায়িত্বে সবকিছু ছেড়ে দিন।

পূনশ্চঃ

এক. অন্যদের সাহায্য করার জন্য সর্বশক্তিমান আপনাকে যা কিছু দিয়েছেন তা যতটা সম্ভব ব্যবহার করুন। এটা জিনিসপত্র হতে হবে এমন না। এটি সময়, শক্তি, অনুপ্রেরণার শব্দ, শোনার কান, সাহায্যকারী হাত হতে পারে যা কারও দিনকে উজ্জ্বল করার দিকে অনেক দূর নিয়ে যেতে পারে।

দুই. কোন কিছুকে সবচেয়ে খারাপ ভাবা সহজ। আসলে, এটা অনেকের কাছে স্বাভাবিকভাবেই আসে। সর্বোত্তম ভাবতে বিশ্বাসের প্রয়োজন। বিশেষ করে যখন জিনিসগুলি অন্ধকারময় দেখা যায় তখন। আপনি আসলে কিভাবে সাড়া দেন তা দেখার জন্য সর্বশক্তিমান আপনাকে পরীক্ষা করছেন। আপনি কি ভেঙ্গে পড়েছেন এবং হাল ছেড়ে দিয়েছেন নাকি চলা অব্যাহত রেখেছেন এবং তার উপর ভরসা করছেন?

তিন. আপনার যতবার প্রয়োজন ততবার এর পুনরাবৃত্তি করুন। পুনঃস্থাপন, পুনর্বিন্যাস, পুনর্গঠন, নবশুরু, নবসমন্বয়, পুনর্বিবেচনা, নতুন অবস্থান গ্রহণ ইত্যাদি। আপনার ইতিহাসকে আপনার ভবিষ্যত নির্ধারণ করতে দেবেন না। আজ একেবারে নতুন একটি দিন। আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনাগুলি তৈরি করার জন্য সর্বশক্তিমানে আস্থা রাখুন।

চার. চলুন এর মুখোমুখি হই। জীবনে আমরা যে বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন হই তার অধিকাংশই তুচ্ছ। তার বেশিরভাগই আমরা কোনভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। এটা হলো আমাদের দেখানো যে সর্বশক্তিমানই সবকিছুর নিয়ন্ত্রণে আছেন। তাই নিজেদের সেরা সংস্করণ হওয়ার দিকে মনোনিবেশ করুন। বাকিটা রেখে দিন তাঁর কাছে।

পাঁচ. আপনি অন্যদের সাথে কীভাবে আচরণ করবেন সে বিষয়ে সতর্ক থাকুন। আপনি যাকে অসম্মান করেন, অবজ্ঞা করেন বা অমর্যাদা করেন তিনি সর্বশক্তিমানের কাছে উচ্চ মর্যাদার কেউ হতে পারেন। আপনি কখনই তা জানতে পারবেন না! তিনি তাদের কীভাবে দেখেন সে সম্পর্কে আপনার কোনও জ্ঞান নেই, তাই আপনার দেখা সকলের প্রতি দয়াবান হওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আপনি সর্বশক্তিমানের সাথে আপনার সম্পর্ককে নিশ্চয়ই বিপন্ন করতে চান না!

ছয়. সর্বশক্তিমান। আমাদের যেখানেই বাধা পড়েছে সেখান থেকে আবার শুরু করার সাহস দিন। জীবনে প্রতিবন্ধকতা এবং অসুবিধা থাকা সত্ত্বেও, আমাদের সংকট পার না হওয়া পর্যন্ত যথেষ্ট ধৈর্য ধরতে আমাদের সাহায্য করুন। আমরা যা কিছু গ্রহণ করি তাতে আমাদের শক্তি ও দিকনির্দেশনা দিন এবং সর্বদা আমাদেরকে সরল পথে রাখুন।

দ্রষ্টব্যঃ

আল্লাহই তোমাদের জীবন দান করেছেন। তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। আবার তোমাদেরকে পুনরুত্থিত করবেন তিনিই। (সুরা হজ: ৬৬)

জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর তোমাদের কর্মফল তো পূর্ণমাত্রায় বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। এরপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে, সেই সফলকাম। আর পার্থিব জীবন তো ছলনাময় ভোগ ছাড়া কিছুই নয়। (সুরা আল ইমরান: ১৮৫)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *