বিজয় ঘোষণা দিয়ে সমৃদ্ধ আমেরিকা গড়ার অঙ্গিকার করলেন ট্রাম্প

আমেরিকা সাম্প্রতিক
শেয়ার করুন

ডনাল্ড ট্রাম্প বুধবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় ঘোষণা দিয়ে তাঁর সমর্থকদের বলেন তিনি একটি “শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ আমেরিকা তৈরি না পর্যন্ত বিশ্রাম নেবেন না।”

“প্রতিটি দিন আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আপনাদের জন্য লড়াই করবো,” ট্রাম্প ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে তাঁর সমর্থকদের সামনে দেয়া এক ভাষণে বলেন।

এ সময়ে মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তাঁর রানিংমেট জে ডি ভান্স। ট্রাম্প বলেন, ‘আমেরিকার জনগণের জন্য এটি চমৎকার জয়। এটা আমাদের আমেরিকাকে আবারও মহান করার সুযোগ দেবে।’এটি আমেরিকার স্বর্ণযুগ হবে বলেন তিনি।

ট্রাম্প যখন ভাষণ দিতে মঞ্চে উঠেন, তখন দেশের প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলো তাঁকে গুরুত্বপূর্ণ জর্জিয়া, নর্থ ক্যালিফর্নিয়া এবং পেনসিলভানিয়া রাজ্যে বিজয়ী ঘোষণা করে দিয়েছে। এর ফলে, ট্রাম্পের মোট ইলেক্টরাল ভোট গিয়ে দাঁড়ায় ২৬৭-এ, অর্থাৎ চূড়ান্ত বিজয়ের জন্য তাঁর আর মাত্র ৩টি প্রয়োজন।

তাঁর প্রতিদ্বন্দ্বী, ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস সর্বশেষ ঘোষণায় মিনেসোটা রাজ্যে জয়লাভ করে ২২৪টি ইলেক্টরাল ভোট। তবে, আর বাকি ছয়টি রাজ্যের মধ্যে মাত্র একটিতে হ্যারিস এগিয়ে ছিলেন। বিজয়ের জন্য প্রয়োজনীয় ইলেক্টরাল ভোট পাওয়া তাঁর জন্য প্রায় অসম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *