বাসিন্দাদের নিরাপত্তার ক্ষেত্রে দ্রুত সাফল্যের কথা জানালেন কাউন্সিলর আবু তালহা চৌধুরী

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সকল বাসিন্দা এবং ভিজিটরদের নিরাপদ রাখতে পুলিশ ও অন্যান্য অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্রুত সাফল্য লাভের কথা জানালেন কমিউনিটি সেফটি বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী। বললেন, সাধারণত বহুজাতিক সমাজে জাতিগতভাবে উত্তেজিত লোকদের দ্বারা জনশৃঙ্খলা ভঙ্গের মত অপরাধের প্রবণতা থাকে। তাই বারার গুরুত্বপূর্ণ স্থানসমূহে সিসিটিভি সার্ভিস চালু করে কমিউনিটির নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

গুরুতর সহিংসতা প্রতিরোধ-সহ সকল প্রকার ঘৃণামূলক অপরাধ মোকাবেলা এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুরক্ষা প্রদানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বেশ সফলতা পাচ্ছে উল্লেখ করে আবু তালহা চৌধুরী জানালেন, সিসিটিভি ক্যামেরাগুলি গোটা বারার ওপর ২৪ ঘন্টা নজর রাখছে। চুরি, ছিনতাই, মাদক ও ট্রাফিক সংক্রান্ত অপরাধ, অসামাজিক আচরণ, সন্ত্রাসবাদ এবং পরিবেশগত অপরাধের সাথে জড়িতদের তৎপরতা রুখতে কাউন্সিলের বিস্তৃত নেটওয়ার্ক সর্বদা সচল ও সক্রিয় রয়েছে। নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা মোকাবেলায় ভায়োলেন্স এগেইন্সট উইমেন এন্ড গার্লস (ভিএডব্লিউজি) সক্রিয়ভাবে কাজ করছে।

জননন্দিত নির্বাহী মেয়র লুতফুর রহমানের নেতৃত্বে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বহুমুখি উন্নতি ও অগ্রগতি তুলে ধরে কেবিনেট মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী আরো বলেন, টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসারদের তৎপরতা বৃদ্ধি এবং অপরাধের অন্তর্নিহিত কারণসমূহ মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করে প্রশিক্ষিত লোকবল বাড়ানো হচ্ছে।

মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনকল্পে বিশেষ কর্ম প্রয়াসের কথা জানালেন তরুণ রাজনীতিক আবু তালহা চৌধুরী। কাউন্সিলের গণখাতের সার্ভিসগুলোতে প্রয়োজনীয় বিনিয়োগ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চলমান সংকটের ক্ষতিকর প্রভাব থেকে বাসিন্দাদের রক্ষা করা, তরুণদের উন্নত জীবনের সুযোগ দেওয়া এবং আবাসন-সহ উন্নত ভবিষ্যত বিনির্মানের ক্ষেত্রগুলোতে নির্বাহী মেয়রের বিনিয়োগ পরিকল্পনা এই অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট কাউন্সিলের পূর্ণাঙ্গ মিটিংয়ে অনুমোদিত হয়েছে বলেও উল্লেখ করলেন এই কেবিনেট মেম্বার।

এই বাজেট সম্পর্কে মন্তব্য কালে নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছিলেন, “আমরা আমাদের প্রথম বাজেট পেশ করতে পেরে গর্বিত, যা কাউন্সিলের সার্ভিসগুলোতে বিনিয়োগ করার এবং চলমান কঠিন সময়ে আমাদের বাসিন্দাদের সহায়তা করার প্রতিশ্রুতি পূরণ করবে। আমরা কাউন্সিল ট্যাক্স বাড়াচ্ছি না এবং লন্ডনের সবচেয়ে কম হারের কাউন্সিল ট্যাক্স রয়েছে এমন বারার মধ্যে একটি হওয়ার ধারা আমরা অব্যাহত রেখেছি। আমরা আমাদের সবচেয়ে দুর্বল ও অসহায় বাসিন্দাদের সহায়তা দিচ্ছি এবং আমাদের তরুণদের আরও ভাল জীবনের সুযোগ পেতে সহায়তা করছি। ২০২৩/২৪ অর্থবছরের বাজেটে আবশ্যিক খাতগুলোতেই ব্যয় করা হয়েছে। যেমন, প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের জন্য সার্বজনীন ফ্রি স্কুলের খাবার এবং টাওয়ার হ্যামলেটস হোমস লেজার সেন্টার পরিচালনার মত সার্ভিসগুলোকে সরাসরি কাউন্সিলের অধীনে ফিরিয়ে আনা এবং সেই প্রকল্পগুলোতে বিনিয়োগ করা হয়েছে।

ভিডিও লিংক : https://www.facebook.com/100082959350902/videos/886399166714133

* সাঈদ চৌধুরী সময় সম্পাদক, কবি ও কথা সাহিত্যিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *