বান্দরবানে ব্যাংক ডাকাতিতে জড়িত ৪ জন গ্রেপ্তার

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে বম সম্প্রদায়ের তিনজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি জিপগাড়ি। সোমবার (৮ এপ্রিল ২০২৪) দুপুরে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্যাংক ডাকাতি ঘটনায় গ্রেপ্তার ৪ জনই জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জিংচুন নুং বমের ছেলে ভাননুন নুয়াম বম, থানচির সিমত্লাংপিপাড়ার লালমুন চম বমের মেয়ে জেমিনিউ বম ও ছেলে আমে লমচেউ বম। এছাড়া থানচি সদরের টিঅ্যান্ডটিপাড়া থেকে ডাকাতির ঘটনায় জড়িতদের পরিবহনের দায়ে কফিল উদ্দিন নামের এক গাড়িচালককে গ্রেপ্তার করা হয়।

ডাকাতির কাজে ব্যবহৃত জিপগাড়ি

থানচি থানার ওসি জসীম উদ্দিন সাংবাদিকদের জানান, কেএনএফের সদস্যরা ব্যাংক ডাকাতি করতে আসার জন্য দুটি গাড়ি ব্যবহার করেছেন। ওই দুই গাড়ির একটি জব্দ ও চালক কফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ৩ এপ্রিল বুধবার দুপুরে থানচি উপজেলা সদরে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি করে। এর আগের দিন ২ এপ্রিল রাতে রুমা সোনালী ব্যাংকে একই সন্ত্রাসী গ্রুপ আক্রমণ করে। রুমার ঘটনায় ব্যাংকটির ম্যানেজারকে অপহরণ ও সরকারি অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। অপহরণের দুই দিন পর বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে।

এছাড়া রোববার ভোরে বান্দরবানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অন্যতম প্রধান সমন্বয়ক চেওশিম বমকে। র‌্যাব বলেছে, বান্দরবানে প্রথম কেএনএফ গঠন করেন রোয়াল লিন বম এবং চেওশিম বম। তাদের সঙ্গে কেএনএফ প্রধান নাথান বমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *