‘বাংলা’ বিতর্কে ব্রিটিশি এমপি রুপার্ট ও আমেরিকান ধনকুবের ইলন মাস্ক

আমেরিকা প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

মাল্টিকালচারাল ও মাল্টিন্যাশনাল বৃটেনের রাজধানী লন্ডন। বহু জাতিগোষ্ঠীর মানুষের শিক্ষা ও সংস্কৃতির মেল বন্ধনে এই শহর সারা বিশ্বজুড়ে আলাদা মর্যাদার অধিকারী। লন্ডনের বিভিন্ন রাস্তা ও প্রতিষ্ঠানে বিশ্বের বিভিন্ন ভাষার নামফলক ও দিকনির্দেশনা আছে। এভাবেই ইস্ট লন্ডনে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র হোয়াইটচ্যাপেল টিউব স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা হয়েছে। সাউথ হল স্টেশনের নাম ইংরেজির সাথে লেখা আছে পাঞ্জাবী ভাষায়। বৃটেনের রাজপ্রাসাদের কাছে টাওয়ার হিলের দেয়ালে খচিত ইতিহাস লেখা হয়েছে পৃথিবীর বহু ভাষায়। ফলে লন্ডন একটি ‘বৈশ্বিক শহর’ হিসেবে পরিচিতি পেয়েছে।

বহুজাতিক বলিষ্ঠ সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তর্জাতিক রাজধানী লন্ডনের ভাবমূর্তি নষ্ট করার জন্য হীনমনা সাম্প্রদায়িক মানুষের গাত্রদাহ মাঝে মধ্যে মিডিয়া আসে। এই তালিকায় সম্প্রতি নাম লেখালেন ব্রিটিশি এমপি রুপার্ট লোয়ের। সোশ্যাল মিডিয়া এক্সে তার একটি পোস্ট ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি লেখেছেন, ‘এটা লন্ডন – এখানে স্টেশনের নাম শুধুমাত্র ইংরেজিতেই লেখা উচিত… শুধু ইংরেজিতেই’।

রুপার্ট ‘রিফর্ম ইউকে’ দলের এমপি। ২০১৮ সালে চরম ডানপন্থী এই দল গঠিত হয়েছে। ‘রিফর্ম ইউকে’ দলের প্রধান হলেন রাজনীতিক নাইজেল ফারাজ। এইসব ছোট দলের নেতারা বিতর্কে জড়িয়ে আলোচনায় থাকতে চায়। ইউরোপে এ ধরনের ডানপন্থী অনেক দল আছে, যারা নানা বিষয়ে প্রায়ই বিতর্ক সৃষ্টি করে। এমনকি বিদ্বেষ ও প্রতিহিংসা ছড়ায়। এদের ইন্ধন যোগায় আমেরিকার ধনকুবের ইলন মাস্ক।

এবারও হীনমনা রুপার্টের পোস্টে এসে যুক্ত হলেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। সাম্প্রদায়িক ও জাতীয়তাবাদী পক্ষপাতদুষ্ট ইলন মাস্ক হীনমনা রুপার্টের লেখায় সমর্থন করে লেখেছেন ‘হ্যাঁ’। সাথে সাথে এটা ভাইরাল হয়ে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এখন ইলন মাস্ক। রিফর্ম ইউকের বর্তমান নেতা নাইজেল ফারাজকে সরিয়ে তার জায়গায় রুপার্ট লোয়েরকে বসানোর পক্ষে তার মতলব থাকার কথা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

আসলে, হোয়াইটচ্যাপেল টিউব স্টেশনের নাম নতুন নয়। ২০২২ সালে এটি লেখা হয়েছে। ট্রান্সপোর্ট ফর লন্ডন অথরিটি স্থানীয় অধিবাসীদের মূলায়ন এবং বহুজাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশে কাজটি করেছেন। এটি সর্বত্র প্রশংসিত হয়েছে। এই এলাকার প্রায় অর্ধেক মানুষ প্রবাসী বাংলাদেশী।

* সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *