বাংলাদেশে আরবি ভাষা : বাস্তবতা ও প্রত্যাশা শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত আরবি ভাষা বিষয়ক বিশেষায়িত প্রতিষ্ঠান মারকাযুল লুগাতিল আরাবিয়্যার উদ্যোগে আরবি ভাষা প্রশিক্ষক ও সাহিত্যিকদের মিলনমেলা এবং বাংলাদেশে আরবি ভাষা : বাস্তবতা ও প্রত্যাশা শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মারকাযুল লুগার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ মহিউদ্দীন ফারুকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জামিয়াতুল উসতাজের মুদির উসতাজ শফিকুল ইসলাম আল ইমদাদী, অ্যারাবিক মডেল মাদরাসার প্রিন্সিপাল উসতাজ আব্দুল্লাহ মোস্তফা, মোমেনশাহীর মারকাযুল বয়ানের উসতাজ মাহমুদ জুনাইদ, নূরুল কুরআন একাডেমির উসতাজ আব্দুল্লাহ আল মাসউদ, বগুড়া মাদরাসাতুল মাদিনা থেকে উসতাজ মুফতি মুনাওয়ার হুসাইন, সিবাওয়াই ইনিস্টিটিউটের উসতাজ নাজমুল হাসান, আলবাব ইনিস্টিটিউটের উসতাজ মাহমুদ হাসান, নিবারাস একাডেমির উসতাজ ওয়ালিউল্লাহসহ বিভিন্ন পর্যায়ে আরবি ভাষা শিক্ষাদানের সাথে জড়িত প্রায় অর্ধশত প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

‘বাংলাদেশে আরবি ভাষা শিক্ষা : বাস্তবতা ও প্রত্যাশা’ শীর্ষক এ সেমিনার ও মিলনমেলাটি উদযাপিত হয় নানা কার্যক্রমের মধ্যে দিয়ে। সকাল ১০টা থেকে মূল পর্বে ছিল বাংলাদেশে আরবি ভাষা শিক্ষাদান বিষয়ে নানা সংকট ও এথেকে উত্তরণের পথ-পন্থা সম্বলিত উন্মুক্ত আলোচনা। অংশগ্রহণকারী মেহমানগণ আলোচ্য বিষয়ে নিজ নিজ অভিজ্ঞতার আলোকে আরবি ভাষার ময়দানে নানা সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

এছাড়াও মারকাযের আনন্দঘন পরিবেশে হালকা বিনোদন ও আপ্যায়নের মধ্যে দিয়ে প্রথম অধিবেশন সমাপ্ত হয়। দ্বিতীয় অধিবেশনে সকলের মাঝে উপহার ও উপস্থিতি সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত মেহমানগণ আয়োজনটির ভূয়সী প্রশংসা করেন এবং হৃদয়খোলা উচ্ছ্বাস প্রকাশ করেন। সাথে সাথে এমন অসাধারণ উদ্যোগ গ্রহণের জন্য সকলেই শায়খ মহিউদ্দীন ফারুকীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও আরবি ভাষার উন্নয়নে এ ধরনের আয়োজন ব্যাপক কার্যকরী ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *