বাংলাদেশের প্রথম আইল্যান্ড রিসোর্ট ‘এন.এস. আইল্যান্ড রিসোর্ট’

পর্যটন ফিচার সাম্প্রতিক
শেয়ার করুন

নগরজীবনের ব্যস্ততা ও কোলাহল ছেড়ে সবাই চায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে। এর মাঝে অনেকে আবার দূরে যেতে চাইলেও সময়ের অভাবে যেতে পারেন না। তাই তারা খুঁজে বেড়ান ঢাকার কাছাকাছি প্রকৃতির মাঝে এমন একটি স্থান যেখানে কয়েকটি দিন থাকতে পারেন একান্ত নিজের মতো করে। তেমনই একটি শান্ত প্রকৃতির রিসোর্ট হচ্ছে ‘এন.এস. আইল্যান্ড রিসোর্ট’। যা বাংলাদেশের প্রথম আইল্যান্ড রিসোর্ট। রিসোর্টটি অবস্থিত ঢাকার অদূরে মুন্সীগঞ্জে।

রিসোর্টটি দেখে যেন মনে হবে সবুজে ঘেরা একটি দালান। রিসোর্টে থাকার ব্যবস্থাগুলি খুবই উন্নতমানের। গ্রামীণ পরিবেশের পাশাপাশি আধুনিকতার স্পর্শে তৈরী এই রিসোর্ট। ছোট থেকে বড়ো সব বয়সের মানুষ একান্ত সময় কাটাতে পারবেন সেখানে।

রিসোর্টের প্রতিটি আউটলেট পরিবেশবান্ধব এবং অতি যত্ন সহকারে তৈরি করা হয়েছে। বিলাসবহুল সেবা এবং অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রত্যেকের জন্য একটি স্মরণীয় অবস্থান নিশ্চিত করে। রাতে খোলা আকাশে থাকার জন্য ফায়ার ক্যাম্পের সুব্যবস্থা রয়েছে। কর্তৃপক্ষ জানান, খুব শীঘ্রই বিভিন্ন ক্যাটাগরির রুম ও কটেজের ব্যবস্থা করা হবে। রয়েছে ডে লং প্যাকেজ।

রিসোর্টের অন-সাইট ক্যাফে, জুস বার ও রেস্তোরাঁয় সুস্বাদু খাবার ও পানীয় উপভোগ করতে পারবেন, যেখানে দক্ষ শেফদের দ্বারা তৈরি বিভিন্ন আন্তর্জাতিক মানের এবং স্থানীয় খাবার ও পানীয় পরিবেশন করা হয়।

আউটডোর কার্যকলাপ: এন.এস. আইল্যান্ড রিসোর্ট অতিথিদের প্রকৃতির সৌন্দর্যে নিমজ্জিত করার জন্য বিভিন্ন বহিরাঙ্গন কার্যকলাপ রয়েছে। যেমন: নদীতে নৌকায় যাত্রা করা, বড়শি দিয়ে পুকুরে মাছ ধরা, প্রকৃতির নির্দেশিত পদচারণার মাধ্যমে সবুজের অন্বেষণ সাইকেল চালানোর মতো কার্যকলাপ। রিসোর্টের চারপাশে যে প্রশান্তি এবং নির্মলতা রয়েছে তাই মানুষকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট।

বিয়ে, জন্মদিন, কর্পোরেট প্রোগ্রাম, পিকনিক আয়োজনের জন্য রয়েছে আধুনিক পিকনিক স্পট ও অডিটোরিয়াম। রয়েছে বোটিং, পুকুরে সুইমিং, ফিশিং, সাইক্লিং, ক্যাম্পিং, আইল্যান্ড, আম বাগান ও পার্কে ঘুরে বেড়ানো, ছবি তোলা, গাছে ওঠা সহ আরো অনেক কিছু। এছাড়াও রয়েছে আধুনিক ক্যাটেল ফার্ম, মিনি হাসপাতাল ও শপিং মল।

রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, নগরজীবনের ব্যস্ততা থেকে একটু শান্তির জায়গা নিশ্চিত করতেই আসে মানুষ এই রিসোর্টে। এটি একটি সবুজে ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্যে মন্ডিত পর্যটন এরিয়া এবং যা পরিবেশ-সচেতন অনুশীলনের প্রচার করে থাকে। রিসোর্টটি দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করে থাকে এবং এমন একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করে যেখানে অতিথিরা দায়িত্বশীল এবং অর্থপূর্ণ উপায়ে প্রকৃতির সাথে সংযোগ করতে পারবে।

রিসোর্টটি বিলাসিতা, প্রকৃতি এবং অনবদ্য পরিসেবার একটি নিরবচ্ছিন্ন মিশ্রণ প্রদানের লক্ষ্য রাখে। প্রতিটি সুযোগ-সুবিধা অতিথিদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে, যাতে তারা বাংলাদেশের একমাত্র আইল্যান্ড রিসোর্টের প্রশান্তি ও সৌন্দর্যে নিজেকে নিমগ্ন করতে পারে।

বুকিং ও বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৮৮৪৭১৭০৬৩, ০১৯৫৮৪৪৪৫০৪। ঠিকানা: জামালদি, গজারিয়া, মুন্সিগঞ্জ, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *