যুক্তরাজ্যের স্কানথর্প ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত সংবাদ মাধ্যমের সদস্যদের নিয়ে গঠিত হয়েছে নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে। গতকাল বুধবার (১৫ মে ২০২৪) এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় এনটিভি ইউরোপের ফখরুল হোসাইন সভাপতি, আরটিএন বাংলার নুরুল আমিন তারেক সাধারণ সম্পাদক ও ইকরা বাংলার মাহমুদুল হাসান মিলন ট্রেজারার মনোনীত হয়েছেন।
স্কানথর্ফে টিভি ওয়ানের প্রতিনিধি লতিফ মিয়া কামালীর সভাপতিত্বে ও আরটিএন বাংলা ইউকের সিইও নুরুল আমিন তারেকের পরিচালনায় অনুষ্ঠানে প্রেসক্লাব গঠনের আলোচনায় অংশ গ্রহন করেন ফখরুল হোসাইন (এনটিভি ইউরোপ), মাহমুদুল হাসান মিলন (ইকরা বাংলা), আশরাফুল ইসলাম (আইঅন টিভি), সাইফুল ইসলাম (বাংলা টিভি), সাব্বির আহমেদ (টাইম নিউজ ইউকে বিডি), মোং ফয়সল আমীন (আরটিএন বাংলা), কামাল হোসাইন (মুক্ত বাংলা), শাহরিয়ার ইসলাম (আরএটিএন বাংলা), আব্দুল মোমিন ফাহিম (আরটিএন বাংলা) প্রমুখ।
সভায় সকলে একমত হন যে, অত্রাঞ্চলের সাংবাদিকদের পেশাগত মানবৃদ্ধি, সংবাদ উৎপাদন ও প্রচারে সত্য এবং বস্তুনিষ্ঠ থাকার চাহিদা এবং আগ্রহ পূরণের পাশাপাশি সম্প্রদায়কে জনসেবা প্রদানের জন্য নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ।
সভায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের অস্থায়ীভাবে ব্যবহার করার জন্য একটি অফিস প্রদান করেন।