বইমেলায় ঢাবি সাহিত্য সংসদের ‘কিচ্ছা’

গল্প-উপন্যাস সময় সাহিত্য
শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বর্তমান শিক্ষার্থীদের লেখা গল্প নিয়ে প্রকাশিত গল্প সংকলন ‘কিচ্ছা’ প্রকাশিত হয়েছে। বইটি অমর একুশে বইমেলায় অন্বেষা প্রকাশন থেকে প্রকাশ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক অসীত দেবনাথ অন্তুর সম্পাদনায় প্রকাশিত এই গল্প সংকলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ জন উদীয়মান গল্পকারের গল্প রয়েছে।

‘কিচ্ছা’য় রয়েছে- মো. সামির হোসেনের ‘পুনরাবৃত্তি’, কাজী মিঞার ‘নাম’, তাসমীম দিশার ‘কাটাঘুড়ি এন্টেনা’, তাসফিয়া তাবাসসুম তৈষীর ‘সব চরিত্র কাল্পনিক’, আল মাসুম সাকিলের ‘ডিসেম্বরের শহরে’, নন্দিত বনিকের ‘ডিসেম্বরের শহরে’, হাসান ইনামের ‘কয়েকটি চুড়ি ও স্বপ্নের মৃত্যু’, সাদিক মাহবুব ইসলামের ‘পারগেটরি’, আনিকা আক্তার মীমের ‘ধূসর রঙা শাড়িটি’, অনুস্কা ব্যানার্জী শ্রাবস্তীর ‘মশকের মশকারা’।

এছাড়া ফাইয়াজ ইফতির ‘নুরুজ্জামান’, মো. রিফাত মেহেমুদ প্রিন্সের ‘অনুরণন’, মো. ফেরদৌস আলমের ‘ভক্তির ভাষা’, সুশীল মালাকারের ‘বানপ্রস্থ’, নেওয়াজ নাবিদের ‘পতঙ্গ’, সাল সাবিল চৌধুরীর ‘অনুগল্পগুচ্ছ’, অগ্নি কল্লোলের ‘নিশিকন্যা’, সারা জামানের ‘স্বাধীনতার লাল সূর্য’ গল্পও রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ সূত্রে জানা গেছে ‘কিচ্ছা’ পাওয়া যাচ্ছে বইমেলার অন্বেষা প্রকাশন এর প্যাভিলিয়নে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *