বইমেলায় কনকচাঁপার আত্মজীবনীমূলক গ্রন্থ

জীবনী-সাক্ষাৎকার ফিচার বিনোদন সময় সাহিত্য
শেয়ার করুন

দেশের বরেণ্য সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা শুধু যে গান নিয়েই ব্যস্ত থাকেন তেমনটি নয়। তিনি নিয়মিত লেখালেখিও করেন। ইতিমধ্যে কনকচাঁপা কবিতা, প্রবন্ধও লিখেও বেশ সুনাম কুড়িয়েছেন।

লেখালেখির ধারাবাহিকতায় এবারের একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে শিল্পীর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘কাটাঘুড়ি ৩’। জানা যায় এটি শিল্পীর ধারাবাহিক আত্মজীবনীমূলক বই। এটি প্রকাশিত হয়েছে অনন্যা প্রকাশনী থেকে। আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশের বিষয়টি ফেসবুকের মাধ্যমে নিশ্চিত করেছেন এ শিল্পী।

ফেসবুকে তিনি লেখেন- প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চার বছর পরে এবারের প্রাণের বইমেলায় আমার ধারাবাহিক আত্মজীবনীমূলক বই ‘কাটাঘুড়ি ৩’ প্রকাশিত হয়েছে অনন্যা প্রকাশনী থেকে। বইটি অনন্যার স্টল (৩২ নম্বর স্টল) এ পাওয়া যাচ্ছে। আমি ইনশাআল্লাহ আগামী ৯ ফেব্রুয়ারী, শুক্রবার বিকেলে অনন্যার স্টলে থাকবো। আলহামদুলিল্লাহ এই বইটি আমার লেখা ষষ্ঠ বই।

কণ্ঠশ্রমিক কনকচাঁপা আরও লেখেন, উল্লেখ্য যে এখানে আমার আগের বই ‘স্থবির যাযাবর’, ‘কাটাঘুড়ি’, ‘কাটাঘুড়ি ২’ ও পাওয়া যাবে। আশাকরি আপনাদের বইটি ভালো লাগবে। বই প্রকাশের জন্য আমি অনন্যার কর্ণধার মনিরুল হক ভাইয়ের কাছে কৃতজ্ঞ। কনকচাঁপার আরও বইগুলো হচ্ছে- ‘মুখোমুখি যোদ্ধা’ ও ‘মেঘের ডানায় চড়ে’।

কনকচাঁপা চলচ্চিত্রের পাশাপাশি আধুনিক গান, নজরুল সংগীত, লোকগীতিসহ প্রায় সব ধরনের গান পরিবেশনে সমান পারদর্শী। তবে চলচ্চিত্রের গানের মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকা হিসেবে তিনবার পুরস্কৃত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *