ফ্রান্সের ‘নাইটহুড অফ দ্য অর্ডার অফ মেরিট’ সম্মাননা পেলেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান

ইউরোপ বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি সময় চিন্তা সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. এএইচএম মুস্তাফিজুর রহমানকে ফ্রান্সের সম্মানজনক ‘নাইটহুড অফ দ্য অর্ডার অফ মেরিট’ (শেভালিয়র দু লর্দরা দু মেরিত) পুরস্কারে ভূষিত করা হয়েছে।

গত ২২ জুন, বৃহস্পতিবার ফ্রান্সের রাষ্ট্রপতি এর পক্ষে ফরাসি রাষ্ট্রদূতের বাসভবন গুলশানে ড. মুস্তাফিজকে সম্মানসুচক ব্যাজ পরিয়ে দেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

এটি ফ্রান্স সরকারের দেয়া রাষ্ট্রীয় পদকগুলোর মধ্যে অন্যতম। অধ্যাপক মুস্তাফিজুর রহমানকে তার যুগান্তকারী খাদ্য নিরাপত্তা সংক্রান্ত গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবং ফান্সের সঙ্গে দীর্ঘস্থায়ী বৈজ্ঞানিক সম্পর্কের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেয়া হয়েছে।

ফ্রান্সের রাষ্ট্রীয় গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ (সিএনআরএস) এর সঙ্গে জৈবিক উপায়ে ফসল উৎপাদন বৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছেন অধ্যাপক ড. এএইচএম মুস্তাফিজুর রহমান। তিনি জলবায়ু পরিবর্তন এবং খাদ্য নিরাপত্তা নিয়েও কাজ করেছেন।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশ দৃঢ় এবং প্রাণবন্ত। দুই দেশের শিল্প সংস্কৃতিতে বেশ সাদৃশ্য রয়েছে। ফ্রান্সের রাষ্ট্রীয় গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের সঙ্গে অংশীদারিত্বে অধ্যাপক মোস্তাফিজের গবেষণা বাংলাদেশের শস্য উৎপাদন বাড়াতে অবদান রেখেছে।

সম্মাননা তুলে দিয়ে রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই আশা করেন এ সম্মাননা শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার মত বিষয়ে দুই দেশের বন্ধন আরও জোরালো করবে।

অধ্যাপক অধ্যাপক ড. এএইচএম মুস্তাফিজুর রহমান বলেন, ‘এই পুরস্কার পাওয়া আমার জন্য বড় সম্মানের। ফরাসি দূতাবাসের সহায়তা সিএনআরএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতায় ৪০ বছর ধরে এই কাজটি চলে আসছে। দীর্ঘ সময় ধরে এই গবেষণা কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত। আমাদের কাজের লক্ষ্য জৈবিক উপায়ে ফসল উৎপাদন বাড়ানো। ফসল উৎপাদন বাড়ানোর জন্য আমরা মাটি থেকে কিছু নাইট্রোজেন ফিক্সেশন ব্যাকটেরিয়া চিহ্নিত করেছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এসএমএ ফয়েজ, ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শহীদ আকতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালরেয়র অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি রকিব উদ্দিন আহমেদ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সঙ্গীতশিল্পী শাহীন সামাদ, সঙ্গীতশিল্পী সুজিত মোস্তফা, নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ অনেকেই। এছাড়াও অধ্যাপক মোস্তাফিজুর রহমানের পরিবারের সদস্যসহ কূটনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *