কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ আপিল শুনানিতে তার প্রার্থীতা ফিরে পেয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে তার দায়ের করা আপিল মঞ্জুর করা হয়।
আপিল শুনানিতে প্রার্থী হামিদুর রহমান আজাদের পক্ষে অংশগ্রহণ করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান সিদ্দীক, ব্যারিস্টার মোহাম্মদ শাহনেওয়াজ, ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু, অ্যাডভোকেট মো. সোহেল রানা ও তালহা।
পরে জামায়াত নেতার আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু জানান, জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদের পক্ষে আইনজীবীরা বিস্তারিত যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল করে এএইচএম হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

