প্রতিপালকের কাছে কোন কিছুই খুব বড় বা ছোট নয় : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ:মাসুম খলিলী

এক. রমজানের শেষ রাতগুলো সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এখন আপনার সমস্ত প্রয়োজনে এবং সবকিছুর জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে চাওয়ার সময়। বিশ্বজগতের প্রতিপালকের কাছে কোন কিছুই খুব বড় বা খুব ছোট নয়। সর্বশক্তিমান কখনও ক্লান্ত হন না। চেয়ে দেখুন।

দুই. প্রতিটি অরাজক মুহূর্তে আপনি যে অভিজ্ঞতা অর্জন করছেন সেখানে সর্বদা একটি পছন্দ থাকে। শান্তি নাকি উদ্বেগ- কোনটি বেছে নেবেন সিদ্ধান্ত আপনার। আপনি যদি বিশ্বাস করেন যে সর্বশক্তিমান নিয়ন্ত্রণে আছেন, তবে কেন উদ্বিগ্ন হবেন? শান্তি বাছাই করুন। কারণ আপনি আপনার হৃদয়ের গভীর থেকে জানেন যে বিশ্বজগতের পালনকর্তা সেরা ফলাফলটি প্রদান করবেন।

পূনশ্চঃ

এক. যারা আপনার পিছনে কথা বলে তাদের উপেক্ষা করুন। আপনি তাদের থামাতে পারবেন না। আপনি কীভাবে আপনার জীবনযাপন করেন সে সম্পর্কে অন্য সকলের যা বলা, চিন্তা করা বা অনুভব করা তা আপনার সুখ বা মনের অবস্থাকে প্রভাবিত করে না এবং করা উচিতও নয়। এটা সত্যিই তাদের সম্পর্কের বিষয়, আপনার নয়। অনেক দেরি হওয়ার আগে এটি উপলব্ধি করুন।

দুই. আপনার যাত্রা গোলাপ দিয়ে সাজানো হবে না, পথের কাঁটা থেকে সাবধান থাকুন। আপনার পরিকল্পনা সবসময় কার্যকর হবে না কিন্তু সর্বদা সঠিক কাজ করার জন্য সর্বশক্তিমানের উপর আপনার বিশ্বাস রাখুন।

তিন. আপনি এখন খুশি নাও হতে পারেন। আপনি প্রশ্ন তুলতে পারেন যে জিনিসগুলি কেন আপনি যেভাবে পরিকল্পনা করেছিলেন সেভাবে ঘটেনি। তবে আমার উপর বিশ্বাস রাখুন, একদিন আপনি পিছনে ফিরে তাকাবেন এবং এতে সন্তুষ্ট হবেন যে আপনি যেভাবে ভেবেছিলেন সেভাবে কাজ না করায় ভালোই হয়েছে। এটি এই কারণে যে সর্বশক্তিমান সর্বদা কখন কিভাবে হওয়া মঙ্গল তা উত্তমভাবে জানেন!

চার. মানুষের ভুলগুলি সংশোধন করার সময় আন্তরিক হোন। এটি অত্যন্ত সূক্ষ্ম উপায়ে বিচক্ষণতার সাথে করুন। এটি যাতে তাদের বিব্রত বা বোকা না ভাবায় সেটি দেখা উচিৎ। এ নিয়ে উপহাস বা অবমাননা করার দরকার নেই। পরিবর্তে দয়ালু শব্দ দিয়ে তাদের হৃদয়কে নরম করুন যাতে তারা আপনার আন্তরিকতা অনুভব করেন। সর্বদা সহানুভূতিশীল হোন।

দ্রষ্টব্য:

অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে অহংকারের সঙ্গে পদচারণা করো না। কখনো আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। (সুরা লোকমান:১৮)

হজরত উমর (রা.) বলেছেন, ‘দায়িত্বশীলদের জন্য ৪টি গুণ অপরিহার্য- ক. কোমলতা, তবে দুর্বলতা নয়, খ. দৃঢ়তা, তবে কঠোরতা নয়, গ. স্বল্পব্যয়ী, তবে কৃপণতা নয় ও ঘ. দানশীলতা, তবে অপব্যয় নয়।

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *