পূব থেকে পশ্চিম : বিশ্বব্যাপী উদযাপিত হল ঈদ-উল-আযহা

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

বিশ্বব্যাপী কোটি কোটি মুসলিম উদযাপন করল ত্যাগের উৎসব হিসেবে অভিহিত পবিত্র ঈদ-উল-আযহা। এই তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসবটি নবী হযরত ইব্রাহিম (আ:) এর আল্লাহর প্রতি আনুগত্যের নজির হিসেবে তার প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ:)কে উৎসর্গ করা এবং এর পরিবর্তে আল্লাহর আদেশে একটি মেষ কুরবানির ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়।

বিশ্বের দেশগুলিতে ঈদুল আযহা শুরু হয় সারা দেশের মসজিদে ভোরে ঈদের বিশেষ জামাতের নামাজের মধ্য দিয়ে। ঐতিহ্যবাহী পোশাকে ধর্মপ্রাণ মুসলিমরা ইসলামী বিশ্বাসের মধ্যে ত্যাগ, সহমর্মিতা এবং ঐক্যের উপর জোর দিয়ে খুতবা শোনার জন্য জড়ো হন। নামাজের পরে তারা পরিবার এবং বাকিদের সাথে উষ্ণ কোলাকুলি এবং শুভেচ্ছা বিনিময় করেন।

মুসলিমরা এই উপলক্ষটিকে নামাজ, কুরবানি, আপ্যায়ন এবং দানকাজের মাধ্যমে উৎযাপন করে থাকেন। এই দিনে লোকেরা ছাগল, ভেড়া বা গরুর মতো পশু কোরবানি করে এবং তাদের প্রতিবেশী, পরিবারের সদস্য এবং অভাবীদের সাথে তা ভাগ করে নেন।

ঈদুল আযহা সউদী আরবে বার্ষিক হজ যাত্রার সমাপ্তিরও প্রতিনিধিত্ব করে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যবাহী মুসলিম অধ্যুষিত দেশ তুরস্কে এবং ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত বিভিন্ন দেশে মুসলিমানরাও যোগ দিয়েছেন।

উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্রে নাগরিকরা ঈদের নামাজের জন্য মসজিদে ভিড় করেছিলেন। আজারবাইজান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানে মুসলিমরাও মসজিদে ঈদুল আযহার নামাজ পালন করেছেন। অনেক স্থানে মসজিদগুলিতে জায়গার সংকুলান না হওয়াতে লোকেরা মসজিদের বাগান এবং রাস্তায় জামাতে দাড়ান।

আফগানিস্তানে কড়া নিরাপত্তার উদ্বেগ সত্ত্বেও ঈদুল আযহার নামাজের জন্য মসজিদে, বিশেষ করে রাজধানী কাবুলে বিশাল জনসমারোহ ঘটে। তালেবান প্রশাসন সবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে।

বসনিয়া-হার্জেগোভিনা, সার্বিয়া, মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, আলবেনিয়া, কসোভোসহ বলকান দেশগুলিতে বসবাসকারী মুসলিমরাও বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ঈদুল আজহা পালন করেছেন।

সউদী আরব, জর্দান, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, কুয়েত এবং বাহরাইনের মতো আরব দেশগুলোর লাখ লাখ মুসলিম ভোরবেলা ঈদের নামাজের জন্য মসজিদে ভিড় করেছিলেন।

ছবি: বৃটেনের বার্মিংহামে ঈদের জামাত

সূত্র: ডেইলি সাবাহ্।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *