পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে আটক করা হয়েছে। ইমরান খান কারাগারে যাওয়ার পর তিনি দলটির প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল শনিবার রাজধানী ইসলামাবাদ থেকে কুরেশিকে আটক করা হয় বলে জানিয়েছে পিটিআই। আটক হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি বলেছিলেন, জাতীয় নির্বাচন পেছানোর যেকোনো অপচেষ্টা হলে তা চ্যালেঞ্জ করে আদালতে যাবে তাঁর দল।
দুই মেয়াদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কুরেশি। পিটিআইয়ের মুখপাত্র জুলফি বুখারি বলেছেন, কী কারণে কুরেশিকে আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এই বিষয়টি নিয়ে তত্ত্ববধায়ক সরকারের তথ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি।
কুরেশিকে আটক করার ঘটনার নিন্দা জানিয়ে জুলফি বুখারি টুইটারে লিখেছেন, ‘একটি সংবাদ সম্মেলন করা এবং পাকিস্তানে বর্তমানে যেসব অন্যায়–অবিচার ও নির্বাচনের আগেই তা কারচুপি করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে পিটিআইয়ের অবস্থান পুনর্ব্যক্ত করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
দুর্নীতির মামলায় আদালত তিন বছরের কারাদণ্ড দেওয়ায় এখন কারাগারে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান। একই সঙ্গে তাঁকে নির্বাচনেও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ইমরানের কারাদণ্ড হওয়ার পর দলের হাল ধরেছিলেন কুরেশি।
পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার তিন দিন আগে ৯ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। দেশটির সংবিধানে বলা আছে, সরকারের মেয়াদ শেষের আগে জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। কিন্তু সাংবিধানিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। – রয়টার্স