পিএমএল-এন ও পিপিপি জোট সরকার, বিরোধী আসনে পিটিআই

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

পাকিস্তানে জোট সরকার গঠনে চুক্তিতে পৌঁছেছে নওয়াজ-শাহবাজের পিএমএল-এন ও বিলওয়াল ভুট্টো জারদারির পিপিপি। ফলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে নির্বাচিতরা বিরোধী আসনেই বসছেন। সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) অধীনে তারা সংসদে বিরোধী দল হিসেবে ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এতে জাতীয় পরিষদে বিরোধী জোটের আসনসংখ্যা ৯৩-তে দাঁড়িয়েছে।

পিটিআই‘র নির্বাচিতদের মধ্যে জাতীয় পরিষদে ৮৯ সদস্য, খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক পরিষদের ৮৫ সদস্য, পাঞ্জাব প্রাদেশিক পরিষদের ১০৬ সদস্য এবং সিন্ধু প্রাদেশিক পরিষদের ৯ সদস্য তাঁদের হলফনামা জমা দিয়েছেন।

গতকাল পিএমএল-এন ও পিপিপি জোটের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। উভয় দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, তারা ‘জাতীয় স্বার্থে’ আবারও জোট সরকার গঠন করছেন।

পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেছেন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) এখন সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং আমরা পরবর্তী সরকার গঠনের অবস্থানে রয়েছি। সুত্র: ডন ও ইকোনমিক টাইম্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *