পাঞ্জাবে বড় জয় পেয়েছে ইমরান খানের দল

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে বড় জয় পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেখানে ২০টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, যার মধ্যে ১৫টিতে জয় পেয়েছে পিটিআই।

অন্যদিকে পিএমএল-এন জয় পয়েছে মাত্র চারটি আসনে। ফলে পাঞ্জাব প্রদেশের নিয়ন্ত্রণ এখন পিটিআইয়ের হাতে। এদিকে পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে নিজ দলের বিজয়ের পর ফের আগাম জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

রবিবার পাঞ্জাবের ১৪ জেলার ২০টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো ধরনের সহিংস ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। ২০টি আসনে উপনির্বাচনে ১৫টিতে জয় পায় ইমরান খানের দল তেহরিক-ই-পাকিস্তান (পিটিআই)। একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল পিএমএল-এন জয় পেয়েছে মাত্র চারটি আসনে। ফলে কৌশলগত গুরুত্বপূর্ণ প্রদেশের নিয়ন্ত্রণ এখন পিটিআইয়ের হাতে।এরপর এক টুইট বার্তায় ইমরান খান বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের বাইরে অন্য কোনো বিকল্প পথ বড় ধরনের রাজনৈতিক অস্হিতিশীলতা তৈরি করে। ফলে অর্থনীতি বাধাগ্রস্ত হয়। পাঞ্জাবের মানুষ ও দলের কর্মীদের ধন্যবাদ জানান ইমরান। নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন পিএমএল-এনের নেতা মরিয়ম নওয়াজ।

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *