পাকিস্তানের সংসদে তুমুল হট্টগোল, সরদার আয়াজ সাদিক স্পিকার নির্বাচিত

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য পাকিস্তান জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে হট্টগোল হয়েছে। পিটিআই নেতা ওমর আইয়ুব অধিবেশনে বক্তব্য প্রদান কালে পিএমএল-এনকে ‘চোর’ আখ্যা দিলে এই হট্টগোল শুরু হয়।

স্পিকার রাজা পারভেজ আশরাফ হট্টগোলের সময় ওমর আয়ুবকে উদ্দেশ্য করে বলেন, এটা কোনো সমাবেশ নয়, আপনার অভিযোগ থাকলে নির্বাচন কমিশন বা আদালতে যেতে পারেন। এরপর স্পিকার অধিবেশনের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করলে হট্টগোল আরো বেড়ে যায়।

তখন স্পিকার সকলকে শান্ত হবার আহবান জানিয়ে বলেন, আমাকে আমার কাজ করতে দিন।
কেউ আপত্তি জানাতে পারেন, সে অধিকার আছে। কিন্তু অধিবেশনে বাধা দেবেন না। তখন পিটিআই প্রধান ব্যারিস্টার গোহর খান বলেন, সংরক্ষিত আসনগুলো এখনও সুন্নি ইত্তেহাদ কাউন্সিলকে বরাদ্দ না দেওয়ায়, সংসদের নিম্নকক্ষ অসম্পূর্ণ রয়ে গেছে। অনুচ্ছেদ ৫১ ধারা অনুযায়ী, নারী এবং অমুসলিমদের জন্য সংরক্ষিত সদস্যসহ পরিষদ সম্পূর্ণ হতে হবে। তার আগে হাউসটি অসম্পূর্ণ।

ওমর আইয়ুব আরো বলেন, ইমরান খানকে এই পরিষদে আসতে দিন। পিটিআইয়ের পক্ষ থেকে তিনি ন্যায়বিচারের দাবি জানান।

এরপর মোট ২৯১টি ভোটের মধ্যে ১৯৯ ভোট পেয়ে পিএমএল-এন-এর সরদার আয়াজ সাদিক নতুন জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন।

বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ জানান, মোট ২৯১টি ভোট পড়েছে, যার মধ্যে একটি “অবৈধ” এবং বাকিগুলি “বৈধ” ঘোষণা করা হল। এতে ১৯৯ ভোট পেয়েছেন সরদার আয়াজ সাদিক এবং তার প্রতিদ্বন্দ্বী পিটিআই-সমর্থিত আমির ডোগার পেয়েছেন ৯১ ভোট। সূত্র: ডন ও জিও নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *