পাকিস্তানের প্রতি চীনের আস্থা ভেঙে পড়েছে

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

করাচিতে একটি মিনিবাসে হামলার পর, দেশটিতে থাকা চীনা শ্রমিকদের রক্ষার জন্য পাকিস্তানের সক্ষমতার প্রতি বেইজিংয়ের আস্থা গুরুতরভাবে নড়ে গেছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।

গত ২৬ এপ্রিল করাচি ইউনিভার্সিটিতে মিনিবাসে বিস্ফোরণ হয়। এতে তিন চীনা নাগরিক ও এক পাকিস্তানি চালক নিহত হন। এর পরই দেশ দুটির মধ্যকার সম্পর্ক নতুন করে নাড়া দিয়েছে।

সিনেটের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান সিনেটর মুশাহিদ হোসেন পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-কে বলেন, ‘চীনের নাগরিকদের এবং তাদের প্রকল্পগুলোকে রক্ষার জন্য পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ও সরকারের ক্ষমতার ওপর চীনের আস্থা গুরুতরভাবে ভেঙে পড়েছে।’

‘এটি চীনে গুরুতর উদ্বেগ এবং ক্ষোভের সৃষ্টি করেছে,’ যোগ করেন তিনি। এ সময় পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার নিষ্ক্রিয়তার জন্য তাদের সমালোচনা করেন মুশাহিদ হোসেন। সিনেট ডিফেন্স বলছে, নিরাপত্তা সংস্থাগুলো মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে।

মুশাহিদ হোসেন বলেন, ‘এমন হামলা চলতে থাকলে কেবল চীন নয়, অন্য বিদেশি বিনিয়োগকারীরাও পাকিস্তানে তাদের নীতি নিয়ে পুনরায় ভাবতে বাধ্য হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *