নোয়াখালীতে কাফনের কাপড় পরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

নোয়াখালী ৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে দলটির একটি অংশ। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকেলে কবিরহাট বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভকারীরা বিএনপির ঘোষিত প্রার্থী ফখরুল ইসলামের পরিবর্তে বজলুল করিম চৌধুরী আবেদকে মনোনয়ন দেওয়ার দাবিতে ‘বয়কট ফখরুল ইসলাম’, ‘মনোনয়ন পরিবর্তন চাই’সহ নানা স্লোগান দেন।

জানা যায়, বিকেলে কাফনের কাপড় পরে আবেদপন্থী নেতাকর্মীরা কবিরহাট কলেজের সামনে জড়ো হয়ে মিছিল বের করেন, যা বাজার প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া বিএনপি সমর্থকরা অভিযোগ করেন, ফখরুল ইসলাম জামায়াতপন্থী এবং দলের ভাবমূর্তি নষ্ট করছেন। তারা বলেন, “বিএনপিতে বিএনপির লোক চাই, এস আলমের দোসরকে নয়।”

এ বিষয়ে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, “স্থানীয় নেতাকর্মীরা আমাকে চান— এটাই আমার সফলতা। দলের চূড়ান্ত সিদ্ধান্তই শেষ কথা।”

অন্যদিকে মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম অভিযোগগুলো প্রত্যাখ্যান করে বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। অনিয়ম বা জামায়াতের সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে রাজনীতি ছাড়ব।”

মিছিলে কবিরহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফাতুর রহমান হাসান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *