নেতানিয়াহুকে হুমকি এরদোগানের, তুর্কি দূতকে তলব ইসরায়েলের

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের হুমকিতে ক্ষেপে গেছে ইসরায়েল। টাইমস অব ইসরায়েল এবং দ্য জেরুজালেম পোস্ট লিখেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্পর্কে এরদোগানের গুরুতর আক্রমণ এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আল্লাহর কাছে পাঠানোর হুমকিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী তার দেশের তুর্কি উপ-রাষ্ট্রদূতকে তলব করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

গত বৃহস্পতিবার এক নির্বাচনী সমাবেশের পর প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নিয়ে কঠোর মন্তব্য করেন বলে জানায় বার্তা সংস্থা জুইশ ন্যাশনাল সিন্ডিকেট।

শুক্রবার এক্সে (সাবেক টুইটার) তুর্কি দূতকে তলব করা নিয়ে এক পোস্ট দেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কাৎজ।
এতে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর এরদোয়ানের আক্রমণ ও আল্লাহর কাছে তাঁকে পাঠানোর হুমকির পর আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ইসরায়েলে তুর্কি উপ-রাষ্ট্রদূতকে কঠোরভাবে তিরস্কার করতে ও এরদোয়ানকে স্পষ্ট বার্তা পাঠাতে তলবের নির্দেশনা দিয়েছি।

এরদোগানের উদ্দেশ্যে কাৎজ লেখেন, ‘আপনি সেই ব্যক্তি, যিনি শিশুদের পোড়ানো, খুনি, ধর্ষক ও হামাসের অপরাধীদের হাতে মরদেহ বিকৃত করা সমর্থন করেন। আপনিই শেষ ব্যক্তি যিনি ঈশ্বর নিয়ে কথা বলতে পারেন। আপনার হামাস বন্ধুদের নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাঁরা সমর্থন করেন, তাঁদের কথা শুনবেন এমন কোনো ঈশ্বর নেই। আপনি শান্ত ও লজ্জিত হোন!

ইসরায়েলি মন্ত্রীর এক্স বার্তায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনকু কেসেলি। তিনি বলেন, তুরস্ক সত্য কথা বলে যাবে এবং ফিলিস্তিনি জনগণের অবর্ণনীয় নিপীড়নের শিকার হওয়ার বিষয়টি বৈশ্বিক অ্যাজেন্ডায় নিয়ে আসবে। ছয় মাস ধরে ইসরায়েল গাজায় যে অপরাধ চালাচ্ছে, তা আর লুকিয়ে রাখা যাবে না এবং তাকে গণহত্যার বিচারের মুখোমুখি হতে হবে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুর দিকে নেতানিয়াহুকে ইতিহাসের সবচেয়ে খারাপ স্বৈরশাসক মুসোলিনি, হিটলার ও স্তালিনের সঙ্গে তুলনা করেন তুর্কি প্রেসিডেন্ট। সংবাদ সমূহে এরদোগানের উদ্ধৃতি দিয়ে আরো বলা হয়, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় বরং একটি প্রতিরোধ আন্দোলন। আমরা দৃঢ়ভাবে তাদের পাশে আছি এবং তাদের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *