নিলামে উঠছে এমপি কোটার ২৪ বিলাসবহুল গাড়ি

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

নিলামে উঠছে সংসদ সদস্য হিসেবে শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল ২৪টি গাড়ি। আরও ১৮টি গাড়িসহ পর্যায়ক্রমে ৪২টি গাড়ি নিলামে ওঠার কথা রয়েছে। ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার, টয়োটা জিপ, টয়োটা এলসি স্টেশন, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউর মতো বিলাসবহুল গাড়ি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কারশেডে থাকা গাড়িগুলো নির্ধারিত সময়ের মধ্যে আমদানিকারক ডেলিভারি নেয়নি বলে এগুলো নিলামে উঠানোর জন্য কাস্টমসকে চিঠি দেওয়ার পর এই প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর এসব গাড়ি আর আনতে যাননি সাবেক এমপিরা।
নিলামের আগে আমদানিকারকের ঠিকানায় দুই দফায় অবগত চিঠি ইস্যু করতে হয় এবং প্রথম দফার চিঠি গতকাল পাঠানো হয়েছে।

বর্তমানে এসব গাড়ির প্রতিটির বাজারমূল্য ১০ থেকে ১২ কোটি টাকা। শুল্কমুক্ত সুবিধার কারণে এসব গাড়ি শুধু আমদানি মূল্যেই প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। জাপান ও অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ৪২টি গাড়ি ডেলিভারি নেওয়ার আগেই সংসদ ভেঙে যাওয়ায় এখন আর শুল্কমুক্ত সুবিধায় গাড়ি নেওয়ার সুযোগ নেই। শুল্ক দিতে গেলে প্রতিটি গাড়ির শুল্ক আসবে ৮ কোটি টাকার বেশি। কিন্তু চট্টগ্রাম বন্দরে এসব গাড়ি নামার ৩০ দিনের মধ্যে তা ডেলিভারি না নিলে বিধি অনুযায়ী নিলামে উঠানোর প্রক্রিয়া শুরু হয়।

যে ২৪ এমপির গাড়ি নিলামে উঠছে তাদের মধ্যে রয়েছেন পিরোজপুর-২-এর মহিউদ্দিন মহারাজ, ময়মনসিংহ-৭-এর এ বি এম আনিসুজ্জামান, বগুরা-৫-এর মোহাম্মদ মজিবুর রহমান, সিরাজগঞ্জ-২-এর জিন্নাত আরা হেনরি, সুনামগঞ্জ-১-এর রনজিত চন্দ্র সরকার, নেত্রকোনা-৪-এর সাজ্জাদুল হাসান, গাইবান্ধা-২-এর শাহ সারোয়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া-১-এর এস এ কে একরামুজ্জামান, চট্টগ্রাম-৪ (সীতাকু-)-এর এস এম আল মামুন, খুলনা-৩-এর এস এম কামাল হোসাইন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)-এর মুজিবুর রহমান, নওগাঁ-৩-এর সুরেন্দ্র নাথ চক্রবর্তী, সংরক্ষিত নারী আসন-১৩-এর অভিনেত্রী তারানা হালিম, ঝিনাইদহ-২-এর নাসের শাহরিয়ার জাহেদী, জামালপুর-৫-এর আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ-৪-এর মুহাম্মদ সিদ্দিক, চট্টগ্রাম-১৫-এর আবদুল মোতালেব, সংরক্ষিত নারী আসন-১৪-এর শাম্মী আহমেদ, ময়মনসিংহ-১১-এর আবদুল ওয়াহেদ, সংরক্ষিত নারী আসন ১২-এর রুনা রেজা, যশোর-২-এর তৌহিদুজ্জামান, টাঙ্গাইল-৮-এর অনুপম শাহজাহান জয়, নীলফামারী-৩-এর সাদ্দাম হোসাইন পাভেল ও সংরক্ষিত নারী আসন-৩৫-এর ফরিদা ইয়াসমিন। তাদের গাড়ি বন্দরের কারশেডে রয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্যমতে, নতুন আসা গাড়িগুলোর আমদানিকারকদের মধ্যে রয়েছেন অভিনেত্রী তারানা হালিম, ময়মনসিংহের আব্দুল ওয়াহেদ, জামালপুরের আবুল কালাম আজাদ, চট্টগ্রামের সীতাকুণ্ডের এস আল মামুন, বাঁশখালীর মুজিবুর রহমান, খুলনার এসএম কামাল হোসেন, নওগাঁর সুরেন্দ্র নাথ চক্রবর্তী, গাইবান্ধার শাহ সরোয়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার এসএকে একরামুজ্জামান, নেত্রকোনার সাজ্জাদুল হাসান, ঝিনাইদাহের নাসের শাহরিয়ার জাহেদী, যশোরের তৌহিদুজ্জামান ও সুনামগঞ্জের মুহাম্মদ সাদিক। আরও দুইজন আমদানিকারকের নাম এখনও জানা যায়নি। এর আগে জুলাইয়ে ক্রিকেটার সাকিব আল হাসান ও ব্যারিস্টার সুমনসহ সাতজন এমপি তাদের গাড়ি ছাড়িয়ে নিলাম এড়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *