নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে: শামসুজ্জামান দুদু

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে। বুধবার (১ অক্টোবর ২০২৫) নীলফামারী জেলার সৈয়দপুর শহরের তুলশীরাম সড়কে কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদরে সাথে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, একটি বড় রাজনৈতিক দল হওয়া সত্বেও বিএনপি আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো মনোনয়ন ঘোষণা করেনি। জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাদের প্রার্থীতা চূড়ান্ত করেছে। তারা লিফলেট-পোস্টার প্রস্তুত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তাই তারা নির্বাচনে যাবেনা বলা ঠিক নয়। তবে বিএনপি নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে।

শামসুজ্জামান দুদু বলেন, পিআর পদ্ধতি সাংগঠনিক ব্যাপার। এটি পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। আমারা ৩১ দফা দাবির মধ্যে নির্বাচন করবো। নির্বাচনের দিন ঘোষণা হলে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। ধর্মীয় উৎসব সবাই একসাথে পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা।

পূজামণ্ডপ পরিদর্শন কালে সৈয়দপুর বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আকতার, পূজা উদযাপন কমিটির সভাপতি রাজ কুমার পদ্দারসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *