নিউইয়র্কের ব্রন্ক্সে নূরানী কুরআন শিক্ষা কেন্দ্রের সামার ক্লাস সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমেরিকা শিক্ষা সাম্প্রতিক
শেয়ার করুন

আশরাফ হাসান

নিউইয়র্কের ব্রন্ক্সে ব্যাতিক্রমী ধারার ইসলামিক স্কুল ‘নূরানী কুরআন শিক্ষা কেন্দ্র’র উদ্যোগে সামার ক্লাস সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

“Build The Soceity Into The Light of Quran” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২১ আগস্ট স্টারলিংয়ের এশিয়ান ড্রাইভিং স্কুল হলরুমে নূরানী শিক্ষা কেন্দ্রের প্রথম সামার কোর্সের আকর্ষণীয় সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি অ্যাকটিভিস্ট তোফায়েল চৌধুরী ও অভিভাবক প্রতিনিধি শিক্ষানুরাগী রুহেল চৌধুরী।

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামিক স্কলার ও বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।

স্কুলের প্রধান সমন্বয়কারী ও শিক্ষক কাজী আশরাফ হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক মুহাম্মদ ওয়ারিস উদ্দীন, শিক্ষক এমাদ উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নুরানী কুরআন শিক্ষা কেন্দ্র স্বল্প সময়ে যুগোপযোগী কার্যক্রম ও আন্তরিকতাপূর্ণ পাঠ-পদ্ধতি গ্রহণের মাধ্যমে অভিভাবক ও শুভানুোধ্যায়ীদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। তারা বলেন, প্রবাসের বিরূপ সাংস্কৃতিক পরিবেশ ও বাস্তবতায় ছেলে-মেয়েদের নৈতিক ও ধর্মীয় শিক্ষাদান জরুরি হয়ে পডেছে। তবে এ শিক্ষাদান পদ্ধতি হতে হবে কৌশলী, ইতিবাতক ও সৃষ্টিশীল। নূরানী কুরআন ণিক্ষা কেন্দ্র এই সামাজিক দায়বদ্ধতা পূরণে নৈতিকতা সম্পন্ন আলোকিত নাগরিক তৈরির কাজে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

প্রবাসে বিরাজমান পারিবারিক ও সামাজিক অবক্ষয় রোধকল্পে এ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানে বক্তাগণ এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদানে তাদের অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের প্রারম্ভে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী মাহদী। অভিভাবক ও শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিক্ষার্থীদের কালচারাল ইভেন্টে পারফর্মেন্স। এতে অংশগ্রহণ করে শিক্ষার্থী আদিল ইসলাম, সুয়ায়রা চৌধুরী, জারীফ আয়াজ, রায়ান, হুমায়রা চৌধুরী, মো. আয়ান, সিয়াম চৌধুরী, মোসাম্মত তানজিন, মানহা, মো. মুয়াজ।

পরে অতিথিগণ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। দোয়া ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *