দুর্বৃত্তের ছুরি হামলায় আহত ৪, আগুন জ্বলছে ডাবলিনে

ইউরোপ সাম্প্রতিক
শেয়ার করুন

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দুর্বৃত্তের ছুরি হামলায় তিন শিশুসহ চারজন আহত হওয়ার পর সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ।

‘আইরিশ লাইভস ম্যাটার’ স্লোগানে স্লোগানে মুখরিত প্রতিবাদী জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাস ও ট্রামে আগুন দেওয়া হয়। বিক্ষোভ যাতে অন্য শহরে ছড়িয়ে না পড়ে সে জন্য পুলিশ ও রাজনীতিবিদরা জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

বিক্ষোভ চলাকালে সহিংসতা রোধে চার শতাধিক পুলিশ কর্মকর্তা শহরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আইরিশ সংসদ ভবন ও লেইনস্টার হাউসের চারপাশে পুলিশ কর্ডন স্থাপন করা হয়েছে।

ডাবলিনের একটি স্কুলের বাইরে এই হামলায় ৫ বছর বয়সী মেয়ে এবং ৩০ বছর বয়সী এক মহিলা গুরুতর আহত হওয়ার কয়েক ঘন্টা পরে বৃহস্পতিবার শহরের কেন্দ্রে বিক্ষোভকারী জনতা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনায় অন্য দুটি শিশু, একটি  ৫ বছর বয়সী ছেলে এবং একটি ৬ বছরের মেয়ে কম গুরুতর আহত হয়েছে৷ পুলিশ জানিয়েছে, তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। ছেলেটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে সিএইচ সুপার প্যাট্রিক ম্যাকমেনামিন বলেছেন, কিছু পুলিশ সদস্যকে আক্রমণ করা হয়েছে। তবে গুরুতর আঘাতের কোন খবর পাওয়া যায়নি।

আইরিশ প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স হামলায় আহত শিশুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি ভয়াবহ হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিটি শিশু এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *