দায়িত্বশীল বৈঠকে ইউকে জমিয়তের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দেয়ার আহবান

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দায়িত্বশীল বৈঠকের সাংগঠনিক আলোচনায় বলা হয়, বাস্তবসম্মত পরিকল্পনা ও যোগোপযোগী কর্ম প্রয়াসের মাধ্যমে দলের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দেয়াই সময়ের দাবি। জমিয়তের প্রজ্ঞাবান কর্মীদের গভীর অনুভূতির সাথে উপলব্ধি করতে হবে যে, বিভিন্ন ক্ষেত্রে অর্থবহ এবং বহুমাত্রিক শক্তি সঞ্চয় করাই সংগঠনের সাফল্যের সোপান।

১৯ মে রবিবার মারকাজুল উলুম লন্ডনে অনুষ্ঠিত দায়িত্বশীল বৈঠকে সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের সভাপতি ও কেন্দ্রের যুগ্ম মহাসচিব মাওলানা শুয়াইব আহমদ। ইউকে জমিয়তের সেক্রেটারী মাওলানা সৈয়দ নাঈম আহমদের পরিচালনায় নেতৃবৃন্দ জমিয়তে উলামায়ে ইসলামকে শতাব্দীর প্রাচীনতম ইসলামী সংগঠন আখ্যায়িত করে এটাকে পূর্বসূরীদের রেখে যাওয়া আমানত হিসেবে গ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তারা বলেন, ধর্মীয় স্বার্থে বৃহত্তর এবং সুগঠিত ঐক্যের জন্য জমিয়তকে নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে প্রশাসন এবং কূটনীতির ক্ষেত্রে প্রত্যাশিত ফলাফল পেতে হলে গতিশীল ভূমিকা পালন করতে হবে। এজন্য দীর্ঘমেয়াদি কর্মসূচি হাতে নেয়া অপরিহার্য।

অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন ইউকের সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম, সহ-সভাপতি মাওলানা আব্দুল মজিদ, সহ-সভাপতি ও কেন্দ্রের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ তামীম আহমদ, আল্লামা তাফাজ্জুল হক হবীগন্জী (রাহঃ)র জামাতা মাওলানা মুজাহীদ উদ্দিন চৌধুরী, ইউকের সহ-সভাপতি ও জামেয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার সহকারী পরিচালক হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, ইউকের সহ-সভাপতি মাওলানা আওলাদ হুসাইন জগদলী, ইউকের সহ-সেক্রেটারি ও নিউহাম শাখার সভাপতি হাফিজ জিয়া উদ্দিন, ইউকের ট্রেজারার ও হেকনী শাখার সেক্রেটারী হাফিজ রশিদ আহমদ, ইউকের সহ-সাংগঠনিক সম্পাদক ও টাওয়ার হ্যামলেটস শাখার সেক্রেটারী মাওলানা নাজমুল হাসান, ইউকের প্রচার সম্পাদক ও ওয়েস্ট লন্ডন শাখার সেক্রেটারি মাওলানা শামসুল ইসলাম, ইউকে সেক্রেটারি ও হেকনী শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, ইউকের নির্বাহী সদস্য মাওলানা সৈয়দ ছানাওয়ার, আশীক আলী, মাওলানা আলী আহমদ, সোহান মিয়া, মাওলানা হেলাল ও মাওলানা মাহবুব প্রমুখ।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক ভাবে সত্য-ন্যায়ের সংগ্রামে সামনের কাতারে রয়েছে। বিশ্বব্যাপী দাওয়াতী কাজে অনন্য সাধারণ অবদানের শত বছর পূরণ করে জমিয়ত গৌরবোজ্জল অধ্যায় রচনা করেছে। ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে আমাদের সকলকে জমিয়তের সাথে একাকার হয়ে দ্বীনী আন্দোলনকে আরো গতীশীল করার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *