তিনিই সমস্যার সমাধানে সব কিছু করার মালিক : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনাদের প্রত্যেককে সবচেয়ে আশীর্বাদপূর্ণ এবং আধ্যাত্মিকভাবে উন্নত মাস কামনা করছি। সর্বশক্তিমান আমাদের অবিচল, করুণাময় এবং সকলের প্রতি দয়াশীল রাখুন। যারা কষ্ট, দুর্দশা ও নিপীড়নের মধ্য দিয়ে যাচ্ছে তাদের জন্য প্রার্থনা করুন। রমজান মুবারক।

দুই. আপনি কি কঠিন সময়ের মুখোমুখি? এ সময়ে সর্বোত্তম প্রতিকারগুলির মধ্যে একটি হ’ল ধৈর্য ধরে রাখা। সমস্যা হ’ল আমরা প্রায়শই অভিযোগ শুরু করি। আমরা স্বল্পমেয়াদী মেজাজের হয়ে উঠি। আমরা আমাদের সমস্যাগুলি নিয়ে যে কারও কাছে যাই এবং সবার সাথে কথা বলি। এর পরিবর্তে সর্বশক্তিমানের সাহায্য প্রার্থনা করুন। তিনি আমাদের সমস্যার সমাধানে সমস্ত কিছু করার মালিক!

পূনশ্চঃ

এক. আপনার জীবনের যাত্রাপথে, কে থাকবেন বা কে চলে যেতে চান তা নিয়ে নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না। এটি সর্বশক্তিমানের পরিকল্পনার অংশ। একটি খোলা মন এবং খোলা হৃদয় রাখুন। সবার জন্য মঙ্গল কামনা করুন। আপনি সবাইকে খুশি করতে পারবেন না। এটাই জীবন। তিনি আপনার দেখাশুনা করবেন।

দুই. কেন সর্বদা কী ভুল, কী খারাপ, কিসের অভাব তার দিকে আমাদের মনোনিবেশ করতে হবে? পরিবর্তনের জন্য, আসুন এই চ্যালেঞ্জিং সময়েও বিশ্বে বিদ্যমান সৌন্দর্যের উপর ফোকাস করি। সম্ভবত এই কারণেই সর্বশক্তিমান আমাদেরকে পরীক্ষা করে চলেছেন যাতে আমাদের কাছে থাকা আশীর্বাদগুলির প্রতি আমরা দৃষ্টি দেই।

তিন. আপনি যদি আপনার সেরাটা করে থাকেন এবং জিনিসগুলি এরপরও কাজ না করে তবে এগিয়ে যান। জেনে রাখুন যে সর্বশক্তিমান আপনার জন্য আরও ভাল কিছু রেখেছেন। আপনি এই সময়ে এটি দেখতে সক্ষম নাও হতে পারেন, কিন্তু তখনই আপনার দৃঢ় বিশ্বাসের প্রয়োজন। আরও ভাল জিনিস এবং আরও ভাল দিন আপনার সামনে। ভরসা রাখুন সর্বশক্তিমানের উপর।

চার. নিজের জন্য একটি বড় উপকার করুন। সর্বশক্তিমানের আদেশ মেনে নিতে শিখুন; আপনার জীবনের জন্য তার পরিকল্পনা মেনে নিন। অন্য সবার সাথে তুলনা করা বন্ধ করুন।

পাঁচ. হেদায়েতের জন্য প্রার্থনা করুন। এই জীবন প্রায়শই কঠিন হয়ে দাঁড়ায়। এর চ্যালেঞ্জগুলি আমাদের যেন ক্লান্ত বা হতাশ করতে না পারে। সর্বদা বিভ্রান্ত ও নিরুৎসাহিত করার জন্য রয়েছে শয়তান। তার কৌশল সম্পর্কে জানুন এবং তার এই ফাঁদে পড়বেন না। জীবনের পুরো ভ্রমণজুড়ে সর্বশক্তিমানের সাহায্য প্রার্থনা করুন। মনে রাখবেন, তিনি সব পরিস্থিতিতেই আমাদের সাথে আছেন!

ছয়. সর্বশক্তিমান। মাঝে মাঝে, এমন অনুভব করি যে আমি আর চালিয়ে যেতে পারছি না; এ জাতীয় উদ্বেগজনক চিন্তা আমার মনের মধ্যে ঝড় বইয়ে দিচ্ছে। আমাকে শান্তি দিন আর আমার অন্তরে দান করুন স্বস্তি। আমার উদ্বেগ, ভয় এবং উৎকণ্ঠাগুলি আমি আপনার কাছে সমর্পণ করছি। আমাকে নির্দেশনা দিন এবং আমাকে সামনে চালিয়ে নিন। সব সময় মনে করিয়ে দিন যে আমি একা নই।

দ্রষ্টব্য

হে বিশ্বাসিগণ! দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে নষ্ট করে দিও না; ঐ লোকের মত যে নিজের ধন লোক দেখানোর জন্য ব্যয় করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না। তার উপমা একটি শক্ত পাথরের মত, যার উপর কিছু মাটি থাকে। অতঃপর তার উপর প্রবল বৃষ্টিপাত তাকে মসৃণ করে রেখে দেয়। যা তারা উপার্জন করেছে, তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারবে না। বস্তুতঃ আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। (সূরা আল বাকারা:২৬৪)

তিনি (আল্লাহ) যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা প্রদান করা হয়, তাকে নিশ্চয় প্রভূত কল্যাণ দান করা হয়। বস্তুতঃ শুধু জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে থাকে। (সূরা আল বাকারা:২৬৯)

যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহর স্মরণ করে এবং আসমানসমূহ ও যমীনের সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে, আর বলে ‘হে আমাদের প্রতিপালক! আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি, আপনি অত্যন্ত পবিত্র, অতএব আপনি আমাদেরকে আগুনের শাস্তি হতে রক্ষা করুন। হে আমাদের প্রতিপালক! আপনি যাকে দোযখে প্রবেশ করাবেন, তাকে নিশ্চয় লাঞ্ছিত করবেন। আর অত্যাচারীদের জন্য কোন সাহায্যকারী নেই। হে আমাদের প্রতিপালক! আমরা এক আহবায়ককে ঈমানের দিকে আহবান করতে শুনেছি যে, ‘তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো।’ সুতরাং আমরা ঈমান এনেছি। অতএব হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের পাপসমূহ ক্ষমা করুন, আমাদের মন্দ কার্যসমূহ গোপন করুন এবং মৃত্যুর পর আমাদেরকে পুণ্যবানদের সাথে মিলিত করুন। (সূরা আলে ইমরান:১৯১-১৯৩)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *