ড. ইউনূস ইস্যুতে উদ্বিগ্ন জাতিসংঘ

আন্তর্জাতিক বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে একটি মহলের আচরণে জাতিসংঘ চরমভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিশ্বসংস্থাটির মহাসচিব আন্থোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বৃহস্পতিবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন- নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেছেন, শাসকগোষ্ঠীর লোকজন তার গ্রামীণ সংশ্লিষ্ট সব অফিস দখল করেছে। আপনি জানেন যে, তার বিরুদ্ধে সরকার নতুন নতুন অভিযোগ দাখিল করেছে। এই গুরুতর পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিব কি অবহিত?

প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, বিষয়টি নিয়ে আমরা খুব ভালো করেই অবগত রয়েছি। আমি স্পষ্ট বলতে চাই, ড. ইউনূস জাতিসংঘের কাছে খুব মর্যাদাবান একজন ব্যক্তি। তিনি জাতিসংঘের একজন অংশীদার হিসেবে অনেক বছর ধরে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বিভিন্ন কর্মসূচিতে দূত হিসেবে অংশ নেন। মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলসহ সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলোতে তিনি সহযোগিতা করে থাকেন। ড. ইউনূসকে কেন্দ্র করে বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে তা আমাদের চরমভাবে উদ্বিগ্ন করে তুলছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ড. ইউনূস বলেছেন, তাঁদের আটটি প্রতিষ্ঠান জবরদখল হয়েছে। পুলিশের কাছে এ বিষয়ে প্রতিকার চাইলেও সহযোগিতা পাওয়া যায়নি। ড. ইউনূস বলেন, নিজের অফিসে ঢুকতে পারব কি না, এটা এখন বাইরের লোকের এখতিয়ার হয়ে গেছে। আমি দুঃখ-কষ্টে পড়ে গেছি। ভয়ংকর পরিস্থিতিতে আছি। এ ভবনটা আমরা করেছি, এটা আমাদের স্বপ্নের বাস্তবায়ন। হঠাৎ চার দিন আগে বাইরের লোক এসে জবরদখল শুরু করে আর আমরা বাইরের লোক হয়ে গেলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *