ডায়ানার সেই জাম্পার বিক্রি হলো ১.১ মিলিয়ন ডলারে

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

প্রিন্সেস অফ ওয়েলস ডায়ানার বহুল আলোচিত লাল জাম্পার এবার বিক্রি হলো ১.১ মিলিয়ন ডলারে। নিউইয়র্কে নিলামে ওঠা সবচেয়ে মূল্যবান সোয়েটার হিসেবে স্বীকৃতি পেয়েছে এটি। এই জাম্পারটি ভেড়ার পালের ডিজাইন দিয়ে সজ্জিত। ডায়ানার পোশাকগুলোর মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিলো। ৫০ হাজার থেকে ৮০ হাজার ডলারে বিক্রি হবে বেল সংশ্লিষ্টরা আশা করেছিলেন।

জাম্পারটি ওয়ার্ম অ্যান্ড ওয়ান্ডারফুল কোম্পানির, যেটি ১৯৭৯ সালে স্যালি মুইর এবং জোয়ানা ওসবোর্ন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। জাম্পারটিতে একঝাঁক সাদা ভেড়ার মধ্যে একটি কালো ভেড়া রয়েছে। ওসবোর্ন বলেছেন, সাদা ট্রাউজার্সের সঙ্গে ডায়ানা যখন লাল জাম্পারটি পরতেন তাকে আরও আত্মবিশ্বাসী দেখাতো।

সাম্প্রতিক বছরগুলোতে ডায়ানার স্টাইল আবারো আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। এই বছরের শুরুতে ডায়ানার পোশাক থেকে একটি মখমল ভিক্টর এডেলস্টেইনের পোশাক ৬ লক্ষ ৪ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়েছিল, যা তাদের অনুমানের চেয়ে পাঁচগুণ বেশি। – দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *