টিকটক নিষিদ্ধ করল কানাডা

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

নিরাপত্তার কারণ দেখিয়ে সরকারি ডিভাইসে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছে কানাডা। মঙ্গলবার থেকে তা কার্যকর করা যাচ্ছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ঐ অ্যাপ গোপনীয়তা ও তথ্যের সুরক্ষার ক্ষেত্রে ‘অগ্রহণযোগ্য মাত্রায় ঝুঁকি তৈরি করছে।’ এ নিয়ে কানাডার প্রধান তথ্য কর্মকর্তা প্রতিবেদন দেওয়ার পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার।

এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারের ইস্যু করা মোবাইল ও অন্যান্য ডিভাইস থেকে ‘টিকটক’ অ্যাপটি সরানো হবে। যদিও টিকটকের কারণে ঐসব ডিভাইসে তথ্য লিক হয়েছে, এখনো পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি কানাডা সরকার। এর আগে চলতি মাসেই যুক্তরাষ্ট্রের অনুরোধে তাদের ডিভাইস থেকে চীনের এই জনপ্রিয় অ্যাপটি নিষিদ্ধ করে ইউরোপীয় কমিশন।

এ প্রসঙ্গে টিকটকের একজন মুখপাত্র বলেন, ‘ব্যবহারকারীদের তথ্য দেখার কোনো সুযোগ চীনা সরকারি কর্মকর্তাদের নেই। আর এই অ্যাপের যে চীনা সংস্করণটি রয়েছে, সেটা পুরো বিশ্ব থেকে আলাদা। কানাডার এমন সিদ্ধান্ত কৌতূহলী। কারণ নিরাপত্তা-সম্পর্কিত কোনো উদ্যোগ না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানের পরামর্শ ছাড়াই এমন পদক্ষেপ নিয়েছে তারা।’ এ নিয়ে কানাডা এবং চীনের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দেওয়ার শঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *