টাওয়ার হ্যামলেটসে চলছে ব্রিটিশ বাংলাদেশী শিল্পীদের চিত্র প্রদর্শনী

সাম্প্রতিক
শেয়ার করুন

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে প্রদর্শিত হচ্ছে ব্রিটিশ বাংলাদেশী শিল্পীদের নিয়ে চিত্র প্রদর্শনী। গত ২৫ আগস্ট শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের স্পিটালফিল্ডস্ স্টুডিওতে আয়োজিত চিত্র প্রদর্শনীর প্রথম দিনে উল্লেখযোগ্য সংখ্যক চিত্রশিল্পী ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।

শিল্পী এমডি ফখরুজ্জামান জামানের পরিচালনায় চিত্র প্রদর্শনীর উদ্বোধনী উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর এডুকেশন কাউন্সিলর মাইয়ুম তালুকদার, উদীচী শিল্পী গোষ্ঠী ইউকে-র প্রেসিডেন্ট গোলাম মোস্তফা, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভুত শিল্পীদের একটি প্লাটফর্ম গঠন এবং তাদের আঁকা শিল্পকর্মকে তুলে ধরতে এই প্রয়াস। এতে করে শিল্পীদের মধ্যে যেমন বন্ধন দৃঢ় হবে তেমনি তাদের শিল্পকর্ম বিকাশে সহায়ক হবে।“” ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা করেন তাঁরা।

এবারের প্রদর্শনীতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ৪০ জন শিল্পী অংশ নিয়েছেন এবং তাদের ১২৩টি চিত্রকর্ম স্থান পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার অংশগ্রহণকারী শিল্পীদেরকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে অভিনন্দন জানান। তিনি বলেন, “টাওয়ার হ্যামলেটস সকল পেশার মানুষদের জন্য উন্মুক্ত। এটি খুবই ভালো একটি সুযোগ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার।” শিশুদেরকেও এতে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে টাউন হলে এই ধরনের আয়োজনের আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *