অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, আমাদের জন্য আজকে নবজন্ম। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। আমাদের তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে, তারাই দেশকে নেতৃত্ব দেবে। তারা আমাদের পথ দেখাবে।
উল্লেখ্য, বিএনপি ও জামায়াতে ইসলামী-সহ ২৪ দল আজ জুলাই সনদে স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে যোগ দিলেও সনদে সই করেনি গণফোরাম। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বাম দল অনুষ্ঠানে অংশ গ্রহন করেনি।
ভিডিও নিউজ: https://www.facebook.com/reel/3696816343947954