জার্সিতে অ্যালকোহলের লোগো পরেননি ম্যাচসেরা মোস্তাফিজ

খেলাধুলা সাম্প্রতিক
শেয়ার করুন

মোস্তাফিজ এবার খবরের শিরোনাম হয়ে ভাইরাল হয়েছেন ভারতে। চেন্নাইয়ের অ্যালকোহল কোম্পানির লোগো সম্বলিত জার্সি পরেননি। সেই সাথে আইপিএলে প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। হয়েছেন ম্যাচসেরা।

মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে আসর শুরু করে চেন্নাই সুপার কিংস। তিনি পেয়েছেন ম্যাচসেরা পুরস্কার। ৪ ওভার ২৯ রান খরচে নিয়েছেন ৪ উইকেট। শিকার করেছেন ফাফ ডু প্লেসি, রজত পাতিদার, বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলকে।

সাহসিকতা ও ক্রীড়া নৈপুণ্য মিলে আলোচনার কেন্দ্রবিন্দুতে মোস্তাফিজ। চেন্নাইয়ের জার্সিতে হাতার ওপরের দিকে চার বিজ্ঞাপনী কোম্পানির লোগো রয়েছে। এর মধ্যে একটি কোম্পানি অ্যালকোহল প্রস্তুতকারক সংস্থার। মোস্তাফিজের সেই বিয়ার কোম্পানির (এসএনজে ১০০০০) লোগো ব্যবহার করেন নি। তার মতো চেন্নাইয়ের আরেক বিদেশি খেলোয়াড় মঈন আলীর জার্সিতেও সেই বিয়ার কোম্পানির লোগো অনুপস্থিত।

শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে আইপিএল যাত্রা শুরু করে চেন্নাই। সিএসকের জয়ে বল হাতে ২৯ রানের খরচায় ৪ উইকেট নিয়ে মুখ্য ভূমিকা পালন করেন মোস্তাফিজ।

আগামী ২৬শে মার্চ আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটানসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে যে বিধ্বংসী পারফরম্যান্স দেখালেন দ্বিতীয় ম্যাচে নিশ্চিতভাবে সিএসকের একাদশে থাকবেন মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *