বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের ইউনাইটেড হাসপাতালে জামায়াত নেতার বাইপাস সার্জারি হয়েছে।
রবিবার (৩ আগস্ট ২০২৫) তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব শাহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব-উন-নবী খান সোহেল জামায়াত আমিরের খোঁজখবর নিতে হাসপাতালে যান। বিএনপি নেতারা সেখানে উপস্থিত চিকিৎসক এবং জামায়াত নেতাদের সঙ্গে কথা বলেন।
বাংলাদেশে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানান সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর ফখরুল ইসলাম।
বিএনপির প্রতিনিধি দল তারেক রহমানের সালাম আমীরে জামায়াতের কাছে পৌছে দেন। তারা আমীরে জামায়াতের চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় সৌজন্য স্বরূপ তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো ফুলের তোড়া উপস্থিত জামায়াত নেতাদের হাতে তুলে দেওয়া হয়।
হাসপাতাল পরিদর্শনের পর এ্যানি সাংবাদিকদের জানান, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জামায়াত নেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছি।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, জনাব তারেক রহমান ও তাঁর পাঠানো প্রতিনিধি দলের প্রতি আমরা সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তা’য়ালা তাঁদের এই ভালোবাসা, দোয়া ও সহানুভূতিকে কবুল করুন এবং তাঁদেরকে উত্তম মর্যাদা দান করুন। আমিন।
উল্লেখ্য, গতকাল আমীরে জামায়াতের অপারেশন (৪টি বাইপাস সার্জারি) হয় এবং তা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমীরে জামায়াত এখন ভালো আছেন। তার ভেন্টিলেটর (ventilator) খুলে দেওয়া হয়েছে। তিনি এখন কথা বলতে পারছেন এবং উনি লিকুইড খাবার খাচ্ছেন। তার সকল প্যারামিটার ভালো আছে। দেশবাসী ও প্রবাসে অবস্থানরত ভাই-বোনদের কাছে আমীরে জামায়াতের জন্য আবারও দো’য়া ও ভালোবাসা কামনা করেছেন জামায়াত নেতৃবৃন্দ।