চার সম্পাদকের সঙ্গে বৈঠক করলেন ইইউ প্রতিনিধি দল

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল চারটি দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল সোমবার রাজধানীর গুলশানে ইইউয়ের বাংলাদেশ কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ডেইলি নিউ এজ সম্পাদক নুরুল কবির, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ এবং প্রথম আলোর ইংরেজি সংস্করণের সম্পাদক আয়েশা সিদ্দিক। বৈঠক শেষে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে গণমাধ্যমকর্মীদের সবারই উদ্বেগ আছেন। সে বিষয়টি ইইউ প্রতিনিধিদের জানানো হয়েছে।

নূরুল কবির বলেন, সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ইইউ প্রতিনিধিদের এখনও বাংলাদেশে আসতে হচ্ছে যা দুঃখজনক। তাদের প্রতিবেদনে যেন বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হয় সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের আমন্ত্রণে দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের স্বাধীন বিশেষজ্ঞ দল। আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি মূল্যায়নে প্রাক-মিশনে ৯ জুলাই থেকে বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে রুটিন বৈঠক দিয়ে কার্যক্রম শুরু করে ইইউর দলটি।

এরই মধ্যে নির্বাচন কমিশন, অ্যাটনি জেনারেল, আইন সচিব, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, সুশীল সমাজ এবং সম্পাদক-সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছে দলটি। প্রতিটি বৈঠকে নির্বাচনী পরিবেশ, নির্বাচনী আইন, রাজনৈতিক দলগুলোর অবস্থা সম্পর্কে ধারণা নিয়েছে দলটি। বাংলাদেশে দুই সপ্তাহের ভ্রমণে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের কাছে মূল্যায়ন ও মতামত জমা দেবে বিশেষজ্ঞ দলটি।

এই প্রতিনিধি দলের মতামত ইতিবাচক হলে পরবর্তী সময়ে আরো প্রতিনিধি দল পাঠাবে ইইউ। তারা বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ দেখবেন। প্রতিনিধি দলের মূল্যায়নের ওপর ভিত্তি করে বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইইউ প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *