গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ৮০০ কর্মকর্তার প্রতিবাদ

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের ৮ শতাধিক কর্মকর্তা গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থনের বিরুদ্ধে তাদের সরকারের সাথে প্রকাশ্যে ভিন্নমত জানিয়েছেন। চিঠিটি আটলান্টিক জুড়ে মিত্র দেশগুলির কর্মকর্তাদের যুদ্ধের বিষয়ে প্রকাশ্যে তাদের সরকারের সমালোচনা করার জন্য একত্রিত হওয়ার প্রথম উদাহরণ, বর্তমান এবং প্রাক্তন কর্মকর্তারা বলছেন তারা এই প্রচেষ্টাকে সংগঠিত বা সমর্থন করছেন।

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ জানিয়ে শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলকে সমর্থনে তাদের নিজ নিজ দেশের সরকারের নীতি ‘আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন’ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এতে এই শতাব্দীর সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়ের ঝুঁকি দেখা দিয়েছে। ইসরাইল গাজায় যে সামরিক হামলা চালাচ্ছে তার কোনও সীমারেখা নেই। এর ফলে সেখানে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হচ্ছে। এছাড়া গাজায় ইচ্ছাকৃতভাবে সহযোগিতা বন্ধ করার বিষয়টিও সেখানকার বেসামরিক মানুষদের অনাহার ও ধীরে ধীরে মৃত্যুর ঝুঁকিতে ফেলছে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্র, ইইউ এবং যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের ১১টি দেশের বেসামরিক কর্মকর্তারা স্বাক্ষর করেছেন। তাদের এই যৌথ প্রতিবাদপত্রের নাম দেয়া হয়েছে ‘ট্রান্সআটলান্টিক স্টেটমেন্ট’। যারা বিবৃতিতে স্বাক্ষর করেছেন বা সমর্থন করেছেন তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে স্বাক্ষর করা মার্কিন নিরাপত্তা বিভাগে কর্মরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখানে পার্থক্য এটাই যে, আমরা হয়ত যুদ্ধকে প্রতিরোধ করতে পারব না। কিন্তু আমরা তাদের (গাজার নিরীহ মানুষ) সঙ্গে আছি।’ সুত্র: নিউ ইয়র্ক টাইমস ও বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *