সৌদি আরবের প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বলেছেন, গাজার বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা একটি জঘন্য অপরাধ এবং নৃশংস তৎপরতা। বুধবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে গাজায় চলমান সংকট নিয়ে টেলিফোন আলাপে তিনি একথা বলেন।
মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনিদের সুরক্ষা প্রদানের প্রয়োজনীয়তা উল্লেখ করে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার স্বার্থেে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা এবং পরিস্থিতির উত্তেজনা কমানোর প্রচেষ্টা বাড়ানোর গুরুত্বের ওপর জোর দেন। উল্লেখ্য,গাজায় বসবাসরত ২৩ লাখ মানুষের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করেছে ইসরাইল। পানি, খাদ্য, ওষুধ, জ্বালানিসহ সব রকম মৌলিক চাহিদা থেকে তারা বঞ্চিত হয়ে মানবেতর অবস্থায় রয়েছে।
মোহাম্মদ বিন সালমান গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের কাছ থেকেও বুধবার একটি টেলিফোন কল পেয়েছেন। তাকেও গাজায় উত্তেজনা বৃদ্ধির গতি কমাতে এবং সহিংসতা যাতে প্রসারিত না হয় তা নিশ্চিত করার জন্য সম্ভাব্য সকল প্রকার প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দেন। ফিলিস্তিনি জনগণ যাতে তাদের ন্যায্য অধিকার পায় তা নিশ্চিত করার জন্য স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং শান্তির পথ পুনরুদ্ধারের পরিস্থিতি তৈরির গুরুত্বের দিকেও ইঙ্গিত করেন তিনি।