গাজায় ১০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা জিসিসির

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা পরিষদ (জিসিসি) গাজা উপত্যকায় ক্রমবর্ধমান সহিংসতা ও বোমা হামলা শীর্ষক বৈঠকে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। বৈঠকে গাজায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার জরুরি মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে।

১৭ অক্টোবর ওমানের মাস্কাটে অনুষ্ঠিত উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা পরিষদের মন্ত্রিপরিষদের ৪৩তম বিশেষ বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগের যৌথ উদ্যোগে একটি প্রস্তাব তুলে ধরা হয়। তাতে মিসর ও জর্দানের সহযোগিতায় মধ্যপ্রাচ্যে শান্তিপ্রক্রিয়া আবার শুরু করতে বলা হয়। এতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে এবং ১৯৬৭ সালের সীমানার ওপর ভিত্তি করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়। তা ছাড়া ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের অবৈধ দখলদারির অবসান ও ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন জানানো হয়।

বৈঠকে গাজা উপত্যকায় মানবিক সহায়তা, ত্রাণ সরবরাহ ও মৌলিক প্রয়োজন পূরণে নিরবচ্ছিন্ন অনুমোদনের পাশাপাশি অবৈধ অবরোধ তুলে নেওয়ার ওপর জোর দেওয়া হয়। তা ছাড়া সেখানকার অধিবাসীদের বাস্তুচ্যুত বা স্থানান্তর করার যেকোনো প্রচেষ্টা বন্ধ করাসহ ফিলিস্তিনি জনগণের স্থিতিশীলতার প্রতি দৃঢ় সমর্থন জানানো হয়।

এছাড়া সংশ্লিষ্ট সব পক্ষকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, তাদের ওপর হামলা থেকে বিরত থাকা এবং আন্তর্জাতিক আইন ও মানবিক নীতি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। নিরপরাধ জিম্মি ও বন্দিদের মুক্তি, বিশেষ করে নারী, শিশু, অসুস্থ, বয়স্ক ও দুর্বল গোষ্ঠীর মুক্তির ওপর জোর দেওয়া হয়। খবর সৌদি গেজেটের।

এদিকে শুক্রবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি), দক্ষিণ-পূর্ব এশিয়ান ব্লক (আসিয়ান) চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানিয়েছে। এ সময় মানবিক সহযোগিতা পৌঁছাবার অন্তরায় দূর করার জন্যও বলা হয়।

এক্স বার্তায় (সাবেক টুইটার) গ্রেটা থুনবার্গ বলেন, আমরা ফিলিস্তিন ও গাজার প্রতি সংহতি প্রকাশ করছি। এখন বিশ্বকে কথা বলতে হবে। ফিলিস্তিনি ও ক্ষতিগ্রস্ত সকল বেসামরিক নাগরিকদের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি, ন্যায়বিচার ও স্বাধীনতার আহ্বান জানাতে হবে।

জিসিসিভুক্ত দেশগুলো হলো বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *