গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘে এবার যুক্তরাষ্ট্রের প্রস্তাব

আমেরিকা মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় ‘জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে। দেশটির সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার সময় বিষয়টি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (২১ মার্চ ২০২৪) আরব নিউজ ও এএফপি এই খবর দিয়েছে ।

ইসরায়েল সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র ইতিপূর্বে যুদ্ধবিরতি সংক্রান্ত একই ধরনের তিনটি প্রস্তাবের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো দিয়েছে। ফেব্রুয়ারি মাসে আলজেরিয়ার জমা দেওয়া একটি খসড়ায় “তাত্ক্ষণিক” শব্দটি ব্যবহার করার জন্যও আপত্তি জানিয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী আল-শিফা হাসপাতালে আবারো হামলা চালিয়েছে। তারা বলছে, সোমবার শুরু হওয়া হাসপাতাল অভিযানে ৩০০ জনেরও বেশি সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ডজন খানেক সিনিয়র সন্ত্রাসী এবং গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তিরা।

হামাস আল-শিফায় ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত এবং রোগী ও চিকিৎসা কর্মীদের ‘হত্যা অপরাধের’ তীব্র নিন্দা করেছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযানে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আল জাজিরা গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর দিয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের লক্ষ্যে গাজায় প্রায় ছয় মাস ধরে সর্বাত্মক ও নিরবচ্ছিন্ন হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় নিহত হয়েছেন অন্তত ৩১ হাজার ৮১৯ জন মানুষ। নিহতের মধ্যে ১৩ হাজার শিশু রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বাকিদের মধ্যে নারীর সংখ্যাই বেশি।

ইসরায়েল রাফাহ অঞ্চলেও অভিযান চালাতে চায়। রাফাহ, গাজার শেষ এলাকা যা বড় আকারের আগ্রাসন থেকে মুক্ত রয়েছে। সেখানে প্রায় ১.৫ মিলিয়ন ফিলিস্তিনিদের আবাসস্থল। যাদের অনেকেই গাজার অন্যান্য অংশ থেকে এসে মিশরের রাফাহ সীমান্তে তাঁবুতে আশ্রয় নিয়েছেন।

জাতিসংঘের সেবা সংস্থাগুলি সতর্ক করেছে যে, গাজার ২.৪ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছেন। জাতিসংঘের অধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, ইসরাইল “অনাহারকে যুদ্ধের হাতিয়ার হিসাবে” ব্যবহার করতে পারে। ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি সতর্ক করে দিয়েছেন, অবরোধ, ক্ষুধা এবং রোগ শীঘ্রই গাজার প্রধান ঘাতক হয়ে উঠবে।

ওয়াশিংটন চায় ইসরায়েল বেসামরিক নাগরিকদের বিষয়ে উদ্বেগের কথা বিবেচনা করে পূর্ণ মাত্রার স্থল হামলা থেকে বিরত থাকুক। ওয়াশিংটন পোস্ট লিখেছে, প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুকে গাজার দক্ষিণতম শহর রাফাতে স্থল আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন।

কিন্তু নেতানিয়াহু হামাসকে নির্মূল করার জন্য হামলাকে একমাত্র উপায় হিসেবে দেখছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন দলের সঙ্গে নেতানিয়াহুর দুরত্ব বাড়ছে। ফলে তিনি বিরোধী দলের সমর্থন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন।

নেতানিয়াহু বুধবার ভিডিও কনফারেন্সের যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান সিনেটরদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি সিনেটের ডেমোক্র্যাটিক নেতার তীব্র সমালোচনা করেছেন। সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট দলের নেতা চার্লস শুমার (ডি-এনওয়াই) ইসরাইলে একটি নতুন নির্বাচনের আহ্বান জানানোর এক সপ্তাহ পরে রিপাবলিকানদের সহায়তা চাইছেন নেতানিয়াহু।

এমন পরিস্থিতিতে এবার ব্লিঙ্কেন বলছেন, আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে যে প্রস্তাব জমা দিয়েছি, তাতে জিম্মিদের মুক্তি নিশ্চিতের জন্য গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি হবে। আমরা আশা করি অন্যান্য দেশ এতে সমর্থন দেবে।

ইসরায়েল-হামাস যুদ্ধ বিষয়ে আলোচনার জন্য ব্লিঙ্কেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ও দেশটির নেতা মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। তার সফরসূচিতে মিশর এবং ইসরায়েলও অন্তর্ভুক্ত রয়েছে।

এই সফরে ব্লিঙ্কেন বুধবার সৌদি আরবের গণমাধ্যল আল হাদাথকে বলেছেন, ‘আমি মনে করি এই প্রস্তাব একটি কঠোর ও বলিষ্ঠ প্রয়াস।’ সব পক্ষের বেসামরিক ব্যক্তিদের সুরক্ষিত রাখতে, অত্যাবশ্যক মানবিক ত্রাণের সরবরাহ অব্যাহত রাখতে ও দুর্দশা দূর করার জন্য জিম্মিদের মুক্তি সাপেক্ষে তাৎক্ষনিক ও টেকসই যুদ্ধবিরতি প্রয়োজনের কথা প্রস্তাবে রয়েছে বলে এএফপি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *