গাজায় অ্যাম্বুলেন্সে ইসরায়েলি বিমান হামলা একটি যুদ্ধাপরাধ : পিআরসিএস

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

গাজা শহরের আল-শিফা হাসপাতালের প্রবেশপথে অ্যাম্বুলেন্সে ইসরায়েলি বর্বর বিমান হামলায় ১৫ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন গাড়িটি আল-শিফা হাসপাতাল থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ে গুরুতর রোগীদের নিয়ে যাচ্ছিল।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট (পিআরসিএস) অ্যাম্বুলেন্স কনভয়কে টার্গেট করার নিন্দা করেছে। এক বিবৃতিতে পিআরসিএস বলছে, চিকিৎসা দলকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন, একটি যুদ্ধাপরাধ। খবর আল জাজিরার।

শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, অ্যাম্বুলেন্সের একটি কনভয় আল-শিফা হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীদের মিশরের রাফাহ বর্ডার ক্রসিংয়ে নিয়ে যাচ্ছিল। ইসরায়েল অ্যাম্বুলেন্স সমূহকে লক্ষ্যবস্তু করেছে। আমরা রেড ক্রস এবং রেড ক্রিসেন্টকে অবহিত করেছি, আমরা সারা বিশ্বকে জানাচ্ছি যে ক্ষতিগ্রস্তরা ওই অ্যাম্বুলেন্সে ছিল এবং এটি একটি মেডিকেল কনভয় ছিল।

রয়টার্স সামাজিক মাধ্যমে শেয়ার করা ঘটনার ভিডিও যাচাই করতে সক্ষম হয়েছে, তাতে শহরের রাস্তায় একটি অ্যাম্বুলেন্সের পাশে ছড়িয়ে পড়া রক্তের মধ্যে লোকজনকে পড়ে থাকতে দেখা গেছে, তাদের সাহায্য করতে অন্যরা সেখানে জড়ো হয়েছেন।

এই হামলার পর অ্যাম্বুলেন্সের চারপাশে মৃতদেহ এবং আহতদের ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। রক্তাক্ত মানুষের আর্ত চিৎকারে বিবৎস অবস্থার সৃষ্টি হয়েছিল।

অ্যাম্বুলেন্সে হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। এক বিবৃতিতে তিনি বলেছেন, আল-শিফা হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সের বহরে হামলার খবরে আমি আতঙ্কিত। হাসপাতালের বাইরে রাস্তায় মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকার চিত্র ভীতিকর। এই যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *