অনুবাদ মাসুম খলিলী:
এক. সবকিছুর প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন হয় না। কোন কোন সময় চুপচাপ বসে থাকতে শিখুন এবং পরিবর্তনের জন্য পর্যবেক্ষণ করুন। সম্ভবত আপনি এইভাবে আরও অনেক কিছু শিখতে পারবেন। চেষ্টা করে দেখুন।
দুই. উদ্বেগ ছাড়ুন! আপনি যখন পুরো ছবিটি দেখতে পান না তখন সর্বকালের সর্বশক্তিমানকে বিশ্বাস করতে শিখুন। তিনি জানেন যে আপনাকে কী দিতে হবে, কখন আপনাকে দিতে হবে। আপনার কী প্রয়োজন এবং কখন আপনার প্রয়োজন হবে তা তিনি জানেন। সঠিক লোকের সাথে সঠিক সময়ে আপনাকে কীভাবে সঠিক জায়গায় স্থাপন করবেন তাও তিনি জানেন।
তিন. জীবন উত্থান-পতনে ভরপুর। একটি বিপত্তিতে আপনার গতিকে রুদ্ধ হতে দেবেন না। আপনার মনোবল বজায় রাখুন। যা হয়েছে তা একটি অধ্যায় মাত্র। এটা আপনার পুরো জীবনের গল্প নয়।
পূনশ্চঃ
এক. ভোরের আগে থাকে সবচেয়ে অন্ধকার। তাই আপনি যদি হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা মনে করেন তবে আরও কিছুক্ষণ অপেক্ষা করুন। সর্বশক্তিমান জানেন আপনার হৃদয়ে কতটা ব্যাথা। তিনি নিখুঁত সময়ে স্বস্তি প্রদান করবেন। তাকে বিশ্বাস করুন।
দুই. নির্যাতিতদের শক্তি ও ধৈর্য দান করার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করুন। বিশ্বে দ্রুত সুবিচার ফিরিয়ে আনতে তাঁর কাছে প্রার্থনা করতে থাকুন। অসহায় অথবা আশাহীন বোধ করবেন না। তাঁর কাছে চাওয়া বন্ধ করবেন না।
তিন. আপনাকে ধারে কাছেও পাবে না উদ্বেগ। আপনি যে বিষয়গুলি নিয়ে উদ্বিগ্ন হন সেগুলির বেশিরভাগই তুচ্ছ। আপনি কোনভাবেই এগুলি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কে দায়িত্বে আছেন তা দেখানোর এটি সর্বশক্তিমানের ব্যবস্থা। তাই নিজের সেরা সংস্করণ হওয়ার দিকে মনোনিবেশ করুন। একটি দুর্দান্ত উদাহরণ ও রুল মডেল হন। বাকীটা তাঁর হাতে তুলে দিন!
চার. চুপচাপ থেকে কষ্ট পাবেন না। সমস্ত কিছু নিজের মধ্যে বোতলবন্দী করে রাখবেন না। সর্বশক্তিমানের সাথে এসব শেয়ার করুন। তাঁকে আপনার আত্মবিশ্বাসের মধ্যে নিয়ে আসুন। তাকে সব বলুন। তিনিই একমাত্র যিনি শুনবেন এবং সাড়া দিতে পারবেন। তিনিই একমাত্র যিনি আপনাকে দীর্ঘস্থায়ী আভ্যন্তরীণ শান্তি দিতে পারেন এবং প্রার্থনা পূরণ করতে পারেন।
পাঁচ. নিজের জন্য মনে রাখুন, জীবন চলতে থাকে। যারা আপনাকে ছেড়ে চলে যায় তাদের পিছনে ছুটবেন না। এটা সর্বশক্তিমানের পরিকল্পনা। তিনি আপনার জন্য সঠিক সময়ে নতুন কাউকে পাঠাবেন। ধৈর্য্য ধারণ করুন। চলতে থাকুন।
ছয়. সংখ্যার অর্থ খুব বেশি নয় কিন্তু আমাদেরকে সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞ হওয়ার উপায় হিসাবে লোকদের প্রশংসা করতে এবং অবদান স্বীকার করতে শেখানো হয়েছে। সর্বশক্তিমান আমাদের প্রত্যেককে এক এক করে আশীর্বাদ করুন। আমীন।
দ্রষ্টব্যঃ
যারা আমার উদ্দেশে চেষ্টা-সংগ্রাম করবে, তাদের আমি আমার পথ দেখাব। আর আল্লাহ অবশ্যই সৎকর্মশীল লোকদের সঙ্গে আছেন। ( সুরা :
আনকাবুত : ৬৯)
আর এই যে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আর এই যে, তার কর্ম অচিরেই তাকে দেখানো হবে। অতঃপর তাকে দেওয়া হবে পূর্ণ প্রতিদান। আর এই যে, সবকিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট। ( সূরা আন নাজম: ৩৯-৪২)
* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট