কখনও কখনও নীরব থাকাকে বেছে নিন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনার বিরুদ্ধে যা বলা হয় তার সবই প্রতিক্রিয়ার জন্য যোগ্য নয়। বিশেষ করে যদি খুব বেশি চিন্তা না করে অথবা পরিস্থিতি না জেনে কিছু বলা হয়। কখনও কখনও নীরব থাকাকে বেছে নেওয়া ভাল। যাদের কোন মূল্য নেই তাদের মূল্য দিতে যাবেন না।

দুই. সর্বশক্তিমান। আমাদের মাথায় অনেক প্রশ্ন। আপনিই সর্বোত্তম পরিকল্পনাকারী তা জেনে আমরা আপনার কাছে যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারি না তা হস্তান্তর করি। আমাদের উদ্বেগগুলিকে সহজ করুন যাতে এটি আমাদের শান্তি হরণ না করে। সর্বোত্তম ফলাফলের জন্য সত্যিকারভাবেই গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ফোকাস করতে আমাদের সাহায্য করুন। আমীন।

তিন. মনে রাখবেন, লোকেরা এমন কিছু ধ্বংস করতে পারে না যা সম্পর্কে তারা জানে না। এ জন্য তাদের গোলাবারুদ দেওয়া বন্ধ করুন। তাদের খুব বেশি কিছু বলা বন্ধ করুন। তাদের যতটুকু জানা দরকার তার চেয়ে বেশি তাদের বলবেন না। মানুষের স্বভাব হলো তারা কৌতূহলী হয়। তাই আপনি যা শেয়ার করছেন সে সম্পর্কে সাবধান হন, বিশেষত সোশ্যাল মিডিয়ায়! নিরাপদে থাকুন, দুঃখ ভারাক্রান্ত হতে যাবেন না!

পূনশ্চঃ

এক. আপনার বিশ্বাস আপনার জীবনবৃক্ষ। শিকড় যত গভীর হয়, বিশ্বাস হয় তত মজবুত। ভালো কাজের মাধ্যমে এই গাছে পানি দিন; তা না হলে এটি শুকিয়ে যাবে আর মৃত্যু বরণ করবে।

দুই. যদি একজন মানুষ আপনার জন্য একটি দরজা বন্ধ করে দেয়, তাহলে সর্বশক্তিমান আপনার জন্য আরও দশটি দরজা খুলে দেবেন। হতাশাকে বিদায় জানান। জিনিসগুলিকে বাস্তবের চেয়ে আরও বেশি সমস্যাযুক্ত ও নেতিবাচক করা সবসময় সহজ। নিজেকে জিজ্ঞাসা করুন পাঁচ বছরে এটি কতটা গুরুত্বপূর্ণ হবে। এমনকি পরের মাসে। আপনার মানসিকতা পরিবর্তন করুন।

তিন. আমরা জিনিসগুলি নিয়ে উদ্বিগ্ন হই, আর এর উত্তরের জন্য অন্য লোকদের দিকে তাকাই। এটি করার জন্য আরো একটি ভাল উপায় আছে। সর্বশক্তিমানের সঙ্গে আপনার সংযোগ শক্তিশালী করুন। যা আসবে তার জন্য তিনি আপনাকে প্রস্তুত করবেন এবং আপনাকে পথ দেখাবেন।

চার. এমন সময় আসবে যখন জিনিসগুলি সেভাবে কাজ করে না। এর কারণ হলো সর্বশক্তিমান যেখানে চান সেখানে আপনার অবস্থান নেই। এ নিয়ে তাঁকে প্রশ্ন করবেন না। পরিবর্তে, তাঁকে, তাঁর পরিকল্পনা এবং তাঁর সময়ের উপর আস্থা স্থাপন করুন। এমনকি আপনি যখন তাঁর পরিকল্পনার বিশদটি বুঝতে পারছেন না, তখনও ধৈর্য ধরুন। কারণ এর সমাধান ভাল সময়েই করা হবে!

পাঁচ. আপনি কি কখনও কখনও মনে করেন যে দুটি পদক্ষেপ এগিয়ে গেছেন এবং এক ধাপ পিছিয়ে পড়েছেন আপনি? আমাদের সেরা ক্ষেত্রেও এটি ঘটে। সাফল্য সরল রৈখিক অগ্রগতি নয়। অনেক কিছুই আপনাকে পিছনে টেনে ধরতে পারে। মোদ্দা কথাটি হ’ল বাধাগুলি আপনার লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতা নয়। চলতে থাকুন। আপনি গন্তব্য পাবেন!

দ্রষ্টব্য:

রহমানের বান্দা তারা, যারা জমিনে নম্রভাবে বিচরণ করে এবং অজ্ঞ লোক যখন তাঁদের লক্ষ্য করে কথা বলে, তখন তাঁরা শান্তিপূর্ণভাবে কথা বলেন। (সূরা ফুরকান : ৬৩)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের ওপর ঈমান আনে সে যেন তার মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের ওপর ঈমান আনে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের ওপর ঈমান আনে, সে যেন ভালো কথা বলে অথবা নীরবতা অবলম্বন করে। (সহিহ বুখারি : ৬১২০)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, একদা রাসুল (সা.)-কে প্রশ্ন করা হলো, কোন কাজটি বেশি পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, আল্লাহভীতি, ভালো আচরণ ও উত্তম চরিত্র। রাসুল (সা.)-কে আবার প্রশ্ন করা হলো, কোন কাজ বেশি পরিমাণে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তিনি বললেন মুখ ও লজ্জাস্থান। (তিরমিজি : ২০০৪)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *