এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাব গম্ভীর পরিবেশে গত সোমবার (২৭ মে ২০২৪) এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গ্রেট বৃটেনের সর্বদলীয় উলামায়ে কেরাম অংশ গ্রহন করেন।

লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা সালেহ আহমদ ভূইয়া। জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক সাহেদের পরিচালনায় অনুষ্ঠানে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ ছালেহ আহমাদ।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন মাওলানা আবুল হোসেন খান, সহকারী নির্বাচন কমিশনার মাওলানা আব্দুল কাদির সালেহ ও হাফিজ মাওলানা আব্দুল করিম। দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলে। গণনা শেষে নির্বাচন কমিশনারগণ ভোটের ফলাফল ঘোষণা করেন।

আগামী দুই বছরের জন্য (২০২৪-২০২৬) সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন সভাপতি মাওলানা সালেহ আহমদ ভুঁইয়া, জেনারেল সেক্রেটারী মাওলানা আব্দুল খালিক সাহেদ ও ট্রেজারার শেখ মুনাওয়ার হুসাইন। নব নির্বাচিত দায়িত্বশীলদের শপথ পাঠ পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মওদুদ হাসান। নব নির্বাচিত সভাপতি, সেক্রেটারি ও ট্রেজারার পরামর্শের মাধ্যমে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবেন বলে ঘোষণা করা হয়।

দ্বিবার্ষিক সম্মেলনে মাওলানা সালেহ আহমদ ভুঁইয়ার স্বাগত বক্তব্যের পর আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাওলানা হেলাল উদ্দিন আহমদ, হাফিজ মাওলানা আব্দুল করিম বিন শায়খে মামরখানী, মাওলানা আবুল হাসানাত চৌধুরী।

আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা দিলওয়ার হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জাবের আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা দেলোয়ার হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান ও নির্বাহী সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন।
উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন সভাপতি সালেহ আহমদ ভুঁইয়া। দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচনকে সামনে রেখে সংগঠনের নিয়মিত বুলেটিন প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *