এমন বন্ধুদের সাথে রাখুন যারা বাস্তববাদী : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. জীবন বেশ কঠিন। আমরা সবাই সংগ্রাম করি। কিছু ব্যক্তি সংগ্রাম করেন অন্যদের চেয়ে বেশি । আমরা যে সংগ্রাম করি তা স্বীকার করতে দোষের কিছু নেই। এটি আমাদেরকে মানুষ করে তোলে। জীবন গোলাপের পাপড়ি ছড়ানো বিছানা নয়। আপনি সুখী হবেন এবং দুঃখ বোধও করবেন। আঘাত ও আনন্দ আসবে। এর যেটিই আসুক না কেন, বাস্তববাদী হোন। আর এমন বন্ধুদের সাথে রাখুন যারা বাস্তববাদী।

দুই. মুখ গিয়ারে আসার আগে আপনার মস্তিষ্ককে সচল করতে ভুলবেন না। এক মুহূর্তের উত্তাপে আপনি কী অনুভব করছেন তার বিষ্ফোরণ মুহূর্তেই ঘটানো সহজ। একজন ব্যক্তির হৃদয়ের গভীরে প্রবেশ করতে কেবল কয়েক সেকেন্ডের আঘাতমূলক শব্দ লাগে আর সেগুলি নিরাময় যদি হয় তা করতে কয়েক বছর সময় লাগতে পারে।

পূনশ্চঃ

এক. আজ রাতে আপনি বিছানায় যাওয়ার আগে, যাদের বিছানা নেই, তাদের মাথার উপরে ছাদ, পোশাক বা খাবার নেই তাদের জন্য একবার প্রার্থনা করুন।

দুই. সর্বশক্তিমান। আমাদের অন্তরে শান্তি দান করুন। আমাদের শান্ত করুন। আমাদের জীবনে শোক, দুঃখ ও চাপ সৃষ্টি করে এমন সবকিছু দূর করুন। নিরাময় করুন এবং আমাদের যাত্রায় আমাদের গাইড করুন। আমীন।

তিন. রাগের বশবর্তী হয়ে কখনো খারাপ কথা বলবেন না। আপনার রাগ কেটে যাবে। কিন্তু আপনার খারাপ কথাগুলো একজন মানুষকে সারাজীবনের জন্য দাগ দিতে পারে। তাই সদয় শব্দ ব্যবহার করুন অথবা নীরব থাকুন।

চার. জীবন হ’ল ম্যারাথন, স্প্রিন্ট নয়। চলতে থাকুন। ক্ষুদ্র জিনিসগুলির উপর অতিরিক্ত চাপ দিবেন না। অবশেষে, সবকিছু ভাল হয়ে যায়। একদিন, আপনি বুঝতে পারবেন যে, আপনি সেই জিনিসগুলিকে আর পাত্তা দিচ্ছেন না, যা আপনাকে বিরক্ত করেছিল এবং আপনার অভ্যন্তরীণ প্রশান্তি কেড়ে নিয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার স্রষ্টাকে খুশি করা।

পাঁচ. আমরা সবাই অসম্পূর্ণ, একজনই কেবল নিখুঁত যিনি আমাদের স্রষ্টা, যিনি সবচেয়ে দয়ালু। তিনি আমাদের কাছ থেকে পূর্ণতার আশা করেন না। তিনি যা চান তা হ’ল আমরা যেন চেষ্টা করি এবং যথাসাধ্য চেষ্টা। আমরা কি আমাদের সেরাটি দিচ্ছি? আমাদের অন্তরে যা আছে তা তিনি জানেন এবং আমরা আমাদের নিজের বিষয়ে যা জানি তার চেয়েও তিনি বেশি ভাল জানেন। অতএব, আসুন একসাথে আমরা কাজ করি।

ছয়. সেখানে অনেক লোক আছেন যাদের দিকনির্দেশনা প্রয়োজন। তারা হারিয়ে গেছেন অথবা এমন অবস্থায় রয়েছেন যে কিছু একটা হওয়ার জন্য অপেক্ষা করছেন। আপনি আপনার অংশটি যতটা সম্ভব করতে থাকেন, মনে রাখবেন যে সত্য পথ প্রদর্শন সর্বশক্তিমানের কাছ থেকে আসে। নিজেকে সম্পূর্ণরূপে তাঁর কাছে প্রতিশ্রুতিবদ্ধ করুন এবং আপনার জন্য একটি ভাল পরিকল্পনা প্রকাশ করার জন্য তাঁর উপর আস্থা স্থাপন করুন।

সাত. সর্বশক্তিমান। আমাদের বিনীত, হৃদয়গ্রাহী প্রার্থনা শুনুন – এমন একটি বিশ্বের জন্য যা দ্রুত ভেঙে পড়ছে, যারা ভেঙে পড়েছে এবং আহত হয়েছে, যে হৃদয় ভেঙে গেছে, যাদের আর বাড়ি নেই এবং যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের জন্য। আমরা আরাম এবং স্বস্তির জন্য প্রার্থনা করছি। আপনি আমাদের মোনাজাত কবুল করুন। আমীন।

দ্রষ্টব্যঃ

তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষকে ক্ষমা করে, বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরই ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান: ১৩৪)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *