এবাদতে ধারাবাহিক থাকুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ:মাসুম খলিলী

এক. যা চলছে তার দ্বারা অভিভূত হওয়া এবং আপনার মূল লক্ষ্য থেকে বিভ্রান্ত হওয়া সহজ বিষয়। রমজানের মধ্যে কী গুরুত্বপূর্ণ তা নিজেকে মনে করিয়ে দিন। আপনাকে সর্বশক্তিমানের এবাদত থেকে দূরে রাখে এমন নিরর্থক কাজে সময় ব্যয় করবেন না। নিজেকে মনোযোগী রাখুন। এবাদতে ধারাবাহিক থাকুন।

পূনশ্চঃ

এক. আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব যাত্রায় আছি। সামনে যে রাস্তা তার দিকে দৃষ্টি রাখুন। আপনার নিজের ট্রাকে চলুন। অন্য কেউ কী করছে তা দেখে বিভ্রান্ত হবেন না। আর কেউ কী ভাবছে তা নিয়ে চিন্তা করবেন না। এটা প্রাসঙ্গিক নয়। আপনি সর্বশক্তিমানের কাছে দায়বদ্ধ, অন্য কারো কাছে নয়। আপনার অগ্রাধিকার সঠিকভাবে খুঁজে নিন।

দুই. আমাদের চারপাশের বিশ্ব এক জগাখিচুড়ির মধ্যে আছে। তাই আমরা অরক্ষিত। আমরা দুর্বল এবং ভীতসন্ত্রস্ত। সর্বশক্তিমান। এই সবের মধ্যে আমরা আমাদের সম্পূর্ণ আস্থা আপনার উপর রাখি। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের আরোগ্য দান করুন। মানুষের হৃদয়ে সহানুভূতি আনয়ন করুন। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের সান্ত্বনা দিন। আমীন।

তিন. কিছু ব্যক্তি তাদের কৃতিত্ব সম্পর্কে গর্ব করে বা তাদের সম্পত্তি দেখিয়ে বড় চমক পেতে থাকে। তারা বিশ্বাস করে যে তারা অন্যদের চেয়ে ভাল। তারা এমনকি আশেপাশের লোকদের উপর কর্তৃত্ব ফলাতে পারে। ওইটা ভুল। মনে রাখবেন, আপনার কাছে যা কিছু আছে, কারও কাছে তার চেয়েও বেশি কিছু থাকবে! এটাই জীবন! নম্র থাকুন!

চার. আপনি যদি আপনার জীবনে পরিবর্তন করে থাকেন তাহলে আপনি যখন সর্বশক্তিমানের পথে থাকবেন তখন একাকী বোধ করতে পারেন। মাঝে মাঝে মনে হবে খুব একা। কিন্তু হৃদয়মনকে সাথে রাখুন। আপনার গন্তব্যে পৌঁছাতে আপনাকে বাধা দিতে পারে এমন বাধাগুলি অপসারণের এটিই উপায়।

পাঁচ. অতীত শেষ হয়ে গেছে। আজ একটি নতুন দিন; আপনি গতকালের একই ব্যক্তি নন। বিশ্বাস রাখুন আজকের দিনটি গতকালের চেয়ে ভালো হবে। এটি আশার সাথে এবং সামনের দিকে তাকানোর বিষয়। সর্বশক্তিমান আপনার জন্য যে নতুন সুযোগের পরিকল্পনা করেছেন তার সন্ধান করুন।

ছয়. সমস্ত পরিস্থিতিতে সর্বশক্তিমানের দিকে মনোযোগ রাখুন। যদি তা না হয় তবে আপনি জাগতিক জিনিসগুলি নিয়ে বিভ্রান্ত হবেন। অনেক কিছুই আপনার মনোযোগকে নষ্ট করতে পারে; আপনার সমস্যাগুলি, আপনার নিরাপত্তাহীনতা ইত্যাদি এবং সেগুলি আপনার মন ও বিচারবোধকে মেঘাচ্ছন্ন করবে। সুতরাং সব সময় তাঁর উপর নির্ভর করুন। নিজের শক্তির উপর নয়।

সাত. আপনার জীবনের প্রতিদিনকে নতুন অধ্যায় হিসাবে দেখুন। অতীত শেষ হয়ে গেছে অতএব তা নিয়ে পড়ে থাকবেন না। স্থবিরতা বিপজ্জনক। সত্যিকার অর্থে, আপনি সেখানে আটকে থাকতে চান না। দৃঢ বিশ্বাসের সাথে এগিয়ে যান যে, সর্বশক্তিমান আল্লাহ আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য উত্তম পরিকল্পনা করেছেন। এগিয়ে যান। পরের অধ্যায়টি রচনা করুন।

আট. সর্বশক্তিমান। আমরা যে মাসটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তার মধ্যে আছি। আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার সন্তুষ্টির জন্য আন্তরিকভাবে রোজা রাখে। আপনি আমাদের ইবাদত এবং রাতের প্রার্থনা কবুল করুন যাতে আমরা আপনার প্রতি পূর্ণ আত্মসমর্পণ করতে পারি। আমাদের গাফিলতি থেকে দূরে রাখুন এবং আমাদের সমস্ত গুনাহ মাফ করুন। আমীন।

দ্রষ্টব্য:

অবিশ্বাসীরা সেসময় উপলব্ধি করতে পারবে যে, তারা দুনিয়ার জীবনের সামান্য স্বাদ ও লাভের বিনিময়ে নিজেদের চিরন্তন ভবিষ্যৎ নষ্ট করেছে। ‘এ পার্থিব জীবন ক্রীড়া কৌতুক ছাড়া কিছুই নয়। নিশ্চয় পরকালের জীবনই প্রকৃত জীবন, যদি তারা জানত। (সুরা আনকাবুত: ৬৪)

সে-ই সফলকাম হবে, যে নিজেকে পরিশুদ্ধ করবে এবং সেই ব্যর্থ হবে, যে নিজেকে কলুষিত করবে। (সূরা আস শামস-৯-১০)

যে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, জাহান্নামই হবে তার আবাস। পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে, জান্নাতই হবে তার ঠিকানা। (সূরা-আন নাযিয়াত ৩৭-৪১)

রাসূল (স.) বলেন, আল্লাহর শপথ! ইহকাল-পরকালের তুলনা অতটুকুই, যেমন তোমাদের কেউ তার এ আঙ্গুলটি সমুদ্রে পানিতে ভিজিয়ে দেখল যে, কতটুকু পরিমাণ এতে পানি লেগেছে। বর্ণনাকারী ইয়াহইয়া এ সময় শাহাদাত আঙ্গুলের দ্বারা ইঙ্গিত করেছেন।’(সহিহ মুসলিম:২৮৫৮)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *