ইসরায়েলি হামলায় গাজায় ঐতিহাসিক মসজিদ ধ্বংস

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চলে ঐতিহাসিক এক মসজিদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় আল ওমারি মসজিদ ধ্বংস হয়েছে।

এর আগে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৩০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ১৩ দিনের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৭৮৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নারী রয়েছেন ১ হাজার ৪৪৪ জন, শিশু ১ হাজার ৫২৪ জন। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি। টানা ১৪ দিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। সহসাই এটি থামছে না বলে আশঙ্কা বিশ্লেষকদের। – আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *