ইসরায়েলি হামলায় আল-শিফা হাসপাতালে শতাধিক প্রাণহানি

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

গাজায় আল-শিফা হাসপাতালে ইসরায়েলের অবরোধ ও হামলায় আরো শতাধিক রোগী নিহত হয়েছেন। এদিকে গাজার ৯ হাজার রোগীকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়ার আবেদন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান।

আল জাজিরার খবরে বলা হয়, গাজার মিডিয়া অফিস বলছে, গত ১৩ দিন ধরে অবরোধ ও ইসরায়েলি হামলায় আল-শিফা হাসপাতালে ৪০০ জনেরও বেশি রোগী, বাস্থ্যসেবা কর্মী ও বাস্তুচ্যুত মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘের মতে, গাজা স্ট্রিপের স্বাস্থ্যসেবা অবকাঠামোর উপর ৪০০টিরও বেশি আক্রমণ ১২ মার্চ পর্যন্ত ডব্লিউএইচও দ্বারা নথিভুক্ত করা হয়েছে। এরমধ্যে প্রায় ১০০টি অ্যাম্বুলেন্স-সহ আরো শতাধিক স্বাস্থ্য সুবিধাকে ধ্বংস করা হয়েছে। হাসপাতাল জ্বালানি, ওষুধ, চিকিৎসা সরবরাহ এবং স্বাস্থ্যকর্মীদের গুরুতর ঘাটতির সম্মুখীন হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়াসুস বলেছেন যে, গাজা স্ট্রিপে আটকে পড়া ৯ হাজার রোগীদের বিদেশে সরিয়ে নেয়ার জরুরি প্রয়োজন। টেড্রোস এক্স-এ লিখেছেন, গাজায় স্বাস্থ্যসেবার অবকাঠামো একেবারে ধসে পড়েছে। হাজার হাজারের রোগী ক্যান্সার চিকিৎসার জন্য এবং কিডনি ডায়ালাইসিসের জন্য অপেক্ষা করছে। গুরুতর রোগীদের যাতে চিকিৎসা করা যায়। কারণ এখন তাদের প্রতিটি মুহূর্তে গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *