ইসরাইলের ৯টি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মঙ্গলবার ইসরাইলি হামলায় তাদের এক জ্যেষ্ঠ ফিল্ড কমান্ডার হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়। এই ঘটনায় লেবাননের দক্ষিণ সীমান্তে টানা দ্বিতীয় দিনের মতো উত্তেজনা বিরাজ করছে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ একসঙ্গে অন্তত ৩০টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। আট মাস ধরে চলা যুদ্ধে এটা তাদের সবচেয়ে বড় ড্রোন হামলা। অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরাইলের বাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই গোলাগুলি হচ্ছে। তবে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর গত দুদিনে হামলা আরও বেড়েছে।
এদিকে অবরুদ্ধ গাজায় ইসরাইলের গণহত্যা এবং গাজাকে মিশরের সাথে সংযুক্তকারী রাফা ক্রসিংয়ে আক্রমণ ও দখলে নেওয়ার ফলে এই বছর ২ হাজার ৫০০ ফিলিস্তিনি হজ যাত্রা করতে পারেননি বলে অবরুদ্ধ এই ভূখণ্ডটির এনডাউমেন্টস মন্ত্রণালয় জানিয়েছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মুখপাত্র ইকরামি আল-মুদাল্লাল বলেছেন, হজে যেতে বাধা সৃষ্টি করা ‘ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন’। খবর রয়টার্স, আল-মানার টেলিভিশন, আনাদোলু এজেন্সি