ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার নির্দেশনা দিয়েছিলেন সাবেক সেনাপ্রধান : মাওলানা ফজলু

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার নির্দেশনা দিয়েছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল জাভেদ কমর বাজওয়ার। এই অভিযোগ ইমরান পন্থীদের। এবার তা সঠিক বলেই স্বীকার করলেন জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজল (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রহমান।

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলোর পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) গঠনে তিনি অন্যতম সংগঠক ছিলেন। বিরোধীদের এই জোটের চেয়ারম্যানও ছিলেন মাওলানা ফজলুর রেহমান। তিনি বলেন, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার নির্দেশনা দিয়েছিলেন সাবেক সেনাপ্রধান জাভেদ কমর বাজওয়া। আমি ব্যক্তিগতভাবে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের বিরোধী ছিলাম। নিয়মের ভিতরে থেকে যা করা যায় আমি তাই করেছি।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল মাসে ইমরান খানের পিটিআইকে ক্ষমতাচ্যুত করে পিডিএম। এরপর শেহবাজ শরীফের নেতৃত্বে বিরোধী দলীয় জোট ওই পার্লামেন্টের বাকি মেয়াদ ১৬ মাস দায়িত্ব পালন করে। তারপর ক্ষমতা হস্তান্তর করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে। এবার নির্বাচনের পর সরকার গঠন করছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তাতে জেইউআইএফের ডাক পড়েনি। সেকারণেই হয়তো তিনি আসল রহস্য প্রকাশ করেছেন। সুত্র: জিও নিউজ, টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *