পরিবেশ সচেতনতা বিষয়ক একক চিত্রপ্রদর্শনী ‘সেভ দ্য এনভায়রনমেন্ট’ এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। শিল্পী মোঃ আবু সালিম-এর আঁকা চিত্রকর্ম নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় এই প্রদর্শনী চলবে ধানমন্ডির গ্যালারি জুমে ২৫ এপ্রিল থেকে আগামী ৬ মে ২০২৫ পর্যন্ত। এটি শিল্পীর ১৬তম একক চিত্রপ্রদর্শনী।
সকলের জন্য উন্মুক্ত এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয় ২৫ এপ্রিল, শুক্রবার বিকেল ৫টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রদর্শনীতে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জনবুদ্ধিজীবী অধ্যাপক আনু মুহাম্মদ এবং আন্তর্জাতিক খ্যাতনামা জাদুশিল্পী জুয়েল আইচ।
১৯৫৬ সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণকারী শিল্পী মোঃ আবু সালিম তার চারপাশের প্রকৃতির সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে শৈশব থেকেই চিত্রাঙ্কন শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৮৭ সালে স্নাতক সম্পন্ন করেন তিনি। চিত্রকলার মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা ছড়ানোই তার চর্চার মূল লক্ষ্য।
এই প্রদর্শনীতে শিল্পীর আঁকা ১৮টি সাম্প্রতিক চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে- যা জলদূষণ, বায়ুদূষণ, শব্দদূষণ এবং মাটি ও প্রকৃতির অবক্ষয়ের মতো গুরুত্বপূর্ণ পরিবেশগত ইস্যুগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে।
১৬টি একক প্রদর্শনীর অভিজ্ঞতাসম্পন্ন এই শিল্পীর কাজগুলো নান্দনিক সৌন্দর্য এবং সামাজিক বার্তার এক চমৎকার সমন্বয়। তার বিশ্বাস, চিত্রশিল্প সমাজে ইতিবাচক পরিবর্তন আনার এক শক্তিশালী মাধ্যম। চিত্রকলার পাশাপাশি, মোঃ আবু সালিম শিশুদের জন্য হাস্যরসাত্মক ও শিক্ষামূলক গল্প রচনা করেও সমাদৃত হয়েছেন। তার রচনাগুলো শিশুদের কল্পনাশক্তি ও নৈতিক বোধ বিকাশে সহায়ক।